Flash News
Monday, September 22, 2025

১লা জুন থেকে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা "মিতালি এক্সপ্রেস"

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে বহু প্রতিক্ষিত ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস চালু হতে চলেছে। ১ জুন থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রসঙ্গত মিতালী এক্সপ্রেস ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানা যায়, ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার মিতালী এক্সপ্রেস ছেড়ে যাবে।  ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে সকাল ৭টা ৫ মিনিটে। ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে রবি ও বুধবার। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি (এন.জে.পি) থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পার হবে। তারপর বাংলাদেশের নীলফামারীর চিলাহাটিতে যাত্রী নামিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে। এর মধ্যে ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন নিয়ে এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে।

সূত্রে জানা গেছে, ১ জুন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধনের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে এন.জে.পি থেকে ছাড়বে মিতালি এক্সপ্রেস। টিকিট পাওয়া যাচ্ছে কলকাতায় ফেয়ারলি প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ট্রেনটির এসি বার্থে ভাড়া মাথাপিছু ৪,৯০৫ টাকা, সিটে মাথাপিছু ভাড়া ৩,৮০৫ টাকা এবং এসি চেয়ার কারে মাথাপিছু ২,৭০৭ টাকা ভাড়া। শিশুদের ৫ বছর পর্যন্ত ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলাচলকারী এই ট্রেনের টিকিট কাটতে পাসপোর্ট ও ভিসা-সহ নানা প্রমাণপত্র দেখাতে হবে। সে কারণে শুধুমাত্র বৈদেশিক কাউন্টার রয়েছে, এমন স্টেশন থেকেই মিতালী এক্সপ্রেসের টিকিট মিলবে। দশ কামরার এই ট্রেনে দু'টি পণ্যবাহী কামরা এবং জেনারেটর থাকছে। বাকি সবক'টি কামরাই বাতানুকূল। আটটি বাতানুকূল কামরার মধ্যে চারটি প্রথম শ্রেণির এবং বাকি চারটি চেয়ার কার। নতুন কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সবক'টি কামরায় অত্যাধুনিক নানা পরিষেবা থাকবে।রেলের এক আধিকারিকের কথায়, "মিতালী এক্সপ্রেস কিছুদিন চলুক, কেমন যাত্রী হচ্ছে তা দেখে পরে ভাড়ার পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News