Flash News
Monday, September 22, 2025

ঠিক কি কারণে ভুলভুলাইয়া ২ তে নেই অক্ষয় কুমার জানালেন পরিচালক

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভুলভুলাইয়া চরম সাফল্যের পর ভুলভুলাইয়া ২ তে অক্ষয় কুমারকে প্রত্যাশা করাটা নেটিজেনদের এমন কিছু ভুল নয়। 15 বছর ধরে হরর কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হয়ে আছে ভুলভুলাইয়া। ১৫ বছর আগেই ভুলভুলাইয়ায় অক্ষয় কুমারের অভিনয় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি হয়েছিল ভুলভুলাইয়া ২০০৭ সালে। ২0২২সালে আনিস বাজমির পরিচালনায় মুক্তি পেল ভুলভুলাইয়া টু তবে এখানে মুখ্য চরিত্রে দেখা গেছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদ্ভানি কে। ছবির ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই অনেকে প্রশ্ন কেন নেয়া হলো না অক্ষয় কুমারকে। কেন মুখ্য চরিত্রে অক্ষয় কুমার এবং বিদ্যা বালান এর পরিবর্তে নিয়ে আসা হল নতুন মুখ। শোনা গিয়েছিল এই ছবির জন্য খিলাড়ি প্রায় 100 কোটির উপরে বাজেট চেয়ে বসেছেন। তবে কি সে জন্যই নির্মাতারা বাদ দিলেন অক্ষয় কুমারকে এবার সেই নিয়ে মুখ খুললেন খোদ ছবির পরিচালক আনিস  বাজমি। তিনি বলেন যে এসব ছোটখাটো জিনিসের জন্য অক্ষয় কুমারকে বদলে দেওয়া হবে না এবং তিনি নিজেও জানেন তার জায়গা বদলাবে না। তিনি আরো বলেন অক্ষয় কুমার এখন কমেডি থেকে অ্যাকশন রোমান্স সমস্ত রকম ছবি পাচ্ছেন এবং তিনি যেমন ছবি চান সে রকম ছবিতে অভিনয় করছেন। ভুলভুলাইয়া টু এর গল্প অনুযায়ী যদি তিনি ছবিতে থাকতেন তবে অবশ্যই তার চরিত্র আনা হতো এবং তিনিও অভিনয় করতেন। সবশেষে তিনি এও বলেন যে ভবিষ্যতে সুযোগ পেলেই অবশ্যই তারা একসাথে কাজ করবে এবং তারা খুব ভালো বন্ধু। এর আগে একসাথে ওয়েলকাম সিং ইস কিং এইসব ছবিতে একসাথে কাজ করেছেন এবং ভবিষ্যতেও হয়তো আরো অনেক ছবিতে করবেন। তবে এর মধ্যে পরিচালকের কথায় অন্য সুর আছে কিনা তা জানা যায়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News