Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

নভজ্যোৎ সিং সিধু পেল জেলে ক্লার্কের চাকরি

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মুখোমুখি নভজ্যোৎ সিং সিধু। ৩৪ বছরের আগে একটি মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ৷ সেই মামলায় সিধু অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ আর এই পুরনো কেসে কারাবাসের সাজা শোনাল আদালত। সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি। ১৯৮৮ -এর রোড রেজ কেসে  আদালত এক বছরের জেল খাটার সাজা পেলেন কংগ্রেস নেতা। তিন দশকের বেশি পুরনো মামলায় সু্প্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন নভজ্যোৎ সিং সিধু। এর আগে ২০১৮ সালের ১৫ মে এই মামলায় ৩ বছরের সাজা কমিয়ে ১০০০ টাকার জরিমানা দিয়েই রেহাই দিয়েছিল কোর্ট। কিন্তু এবার সেই সাজাই বদলে কারাবাসের সাজা শোনাল বিচারক এ.এম  খানউইলকার এবং এস .এস কউল । প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান রাজনৈতিক নেতাকে এক বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

জেলের এক আধিকারিক ২৬শে মে  খবর দিতে গিয়ে জানিয়েছে, ‘সিধু, কয়েদি নম্বর ২৪১৩৮৩, রয়েছেন সাত নম্বর ব্যারাকে, সেখানে বসেই ক্লার্কের কাজ করবেন। ব্যারাকেই যাবতীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে। নিরাপত্তার কারণেই তাঁকে ব্যারাকে থেকেই কাজ করতে হবে। কী করে এই কাজ করতে হয়, সে ব্যাপারে সিধুকে প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এর পর দৈনিক চল্লিশ থেকে নব্বই টাকার মধ্যে পারিশ্রমিক পাবেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷ এরমধ্যে কিছুদিন আগেই আইনজীবী ভার্মা আরও জানান, নভজ্যোৎ সিং সিধু আটা, চিনি, ময়দা এবং আর বেশ কিছু খাবার খান না। তবে তিনি বেরি, পেঁপে, পেয়ারা, ডাবল টোনড দুধ এছাড়া যে সমস্ত খাবারে ফাইবার এবং কার্বোহাইড্রেট রয়েছে-সেগুলি খান না। সব মিলিয়ে জেলে সিধুর খাবার নিয়ে মহা চিন্তায় পড়েছেন জেল আধিকারিকরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News