#Pravati Sangbad Digital Desk:
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে, গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে তিনি বলেছেন খুব দ্রুত জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য এবং অভিন্ন দেওয়ানি বিধি আনতে একটি পাশ করার কথা জানিয়েছেন, তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ব্যাপারে জানিয়েছেন, তবে তার লাওউড স্পীকার বিতর্কের মাঝে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং অভিন্ন দেওয়ানি বিধি আইন লাগু করার সুপারিশ রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে। তিনি আরও জানিয়েছেন, ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করার জন্য আবেদন চাইছি। অন্যদিকে অযোধ্যা সফরের প্রসঙ্গ টেনে এদিন রাজ ঠাকরে বলেন, “ যারা লাউড স্পীকার পছন্দ করেন না তারা আমার জন্য ছক করেছিলো, কিন্তু আমি তাদের সেই ছকে পা দেইনি, কারণ আমি চাইনা আমার দলের কর্মীদের পুলিশ ধরে নিয়ে যাক”।
রাজ ঠাকরে অযোধ্যা যাওয়ার কথা ঘোষণা করলেই বিজেপির সাংস বৃজ ভূষণ সিং জানিয়েছিলেন, উত্তর ভারতের বাসিন্দাদের রাজ ঠাকরে যেই অপমান করেছিলেন, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। প্রসঙ্গত ২০০৮ সালে রাজ ঠাকরে মহারাষ্ট্রে আসা উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দাদের জন্য এক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যার প্রভাব গিয়ে পড়েছিল মুম্বাইতেও, মুম্বাইয়ের শিবাজি পার্কে সমাবেশে তিনি মহারাষ্ট্রের মানুষকে জানিয়েছিলেন উত্তর ভারতের বাসিন্দাদের যদি এই ভাবে মহারাষ্ট্রে নিজেদের সর্বেসর্বা প্রমাণ করতে থাকে, তাহলে আমি মহারাষ্ট্র ছেড়ে চলে যাবো, তার এই সমাবেশ এতটাই হিংসাত্মক রুপ নিয়েছিল যে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল।