Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় চন্দননগরের পিয়ালির

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

এভারেস্ট শৃঙ্গ জয় করল আবারো এক বাঙালির গর্ব তাও আবার অক্সিজেন সিলিন্ডার ছাড়া। চন্দননগরের পিয়ালী বসাক প্রথম ভারতীয় মহিলা যিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করলেন। রেকর্ড গড়লো বাংলার মেয়ে। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে কোন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সে এভারেস্টের চূড়ায় পৌঁছেছে আজ রবিবার সকাল পৌনে নটা নাগাদ। পর্বত জয় যেমন সবাইকে চমকে দিয়েছে তার থেকেও বেশি চমক দিয়েছে কোন রকম অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই সম্পূর্ণ জয়। এর আগে দেশ-বিদেশের অনেক জন পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বত জয় করেছে কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম এই জয়ের মুকুট উঠলো। ভারতীয় তথা বাঙালি বাদে এর আগে অনেক শেরপা এভারেস্ট শৃঙ্গে উঠেছে অক্সিজেন ছাড়া। এই খবর শোনা মাত্রই আত্মীয়-স্বজন পরিবারের লোকেরা সহ বাংলার অন্যান্য পর্বতারোহীরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। এভারেস্ট জয়ের পর পিয়ালী ক্যাম্প ফোরে সামিট করে ফিরে আসছেন বলে জানা গিয়েছে। পর্বতারোহী নীলাঞ্জন রায় চৌধুরীর মতে এটি বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে বলেও ধারণা।


তবেই এই নিয়ে দ্বিতীয়বারের প্রচেষ্টায় এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক। এর আগে অনেক কাছাকাছি গিয়েও তাকে ফিরে আসতে হয়েছিল। তারই পর্বতারোহের সম্পূর্ণ খরচ ক্রাউডফান্ডিং করে তোলা, সরকারিভাবে কোনো রকম সাহায্য নেওয়া হয়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদেশ ভ্রমণ খেলা
Related News