#Pravati Sangbad Digital Desk:
ঠিক দুই বছর আগের ঘটনা, ২০২০ সালের জুন মাসের মাঝামাঝি সময়, গোটা বিশ্ব তখন করোনা কবলে তছনছ, আর ঠিক সেই সময় ভারত চীনের মাঝে বেঁধে ছিল সংঘর্ষ, সেই স্মৃতি এখনও ভোলা যায়নি, কান পাতলে এখনও শোনা যায় মৃত জাওয়ানদের হাহাকার। ভারতের বেশ কিছু জাওয়ানের প্রাণ গিয়েছিলো সেই সংঘর্ষে,যদিও চিনা সেনার প্রাণহানির সংখ্যাটা অনেকটাই বেশি, কিন্তু তাতেও স্বীকার করতে নারাজ চিন। এত কিছুর পরে দুই পক্ষের সেনা অধিকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে বেশ কিছুবার, কিন্তু তাতেও কোন রফা সুত্র বের হয়নি ভারতের সাথে চীনের শত্রুতা আজকের নয়, সেই ১৯৬২ সাল থেকে সূত্রপাত, অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকেও ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে ছাড়েনি চীন, আর্থিক এবং সামরিক অস্ত্রশস্ত্র দিয়েও সাহায্য করেছে, কিন্তু তাতেও লাভ হয়নি। ভারতের পক্ষ থেকে একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিবাদ মেটানোর চেষ্টা করা হলেও, বিবাদ মেটাতে নারাজ চিন। আর এরই মাঝে উঠে এসেছে আর এক বিতর্ক। ভারতের হাতে একটি উপগ্রহ চিত্র উঠে এসেছে, যাতে স্পষ্ট বোঝায় যাচ্ছে প্যাংগং হ্রদের দক্ষিণ এবং উত্তর সীমান্তের মাঝে নতুন ব্রিজ তৈরি করছে চিন। যদিও সেই স্থানে আগে একটি সেতু ছিল, কিন্তু সেই সেতুর পাশাপাশি আরও একটি সেতু নির্মাণ করছে চিন, যার মাপ আগের সেতুর তুলনাই অনেকটাই বেশি, মনে করা হচ্ছে পুরনো সেতুর সংরক্ষণের কাজের সাথে সাথেই নতুন সেতু তৈরির কাজ শুরু করেছে চীন। প্রসঙ্গত আগের সংঘর্ষের সময় চিনা সেনার যোগাযোগের ধির গতিকেই কাজে লাগিয়ে ছিল ভারতীয় জাওয়ানরা, কিন্তু নতুন এই সেতু নির্মাণ হলে চীনা সেনা আরও সহজে অতিদ্রুত পূর্ব লাদাখে সামরিক যানবাহন এবং অস্ত্রশস্ত্র পাঠাতে পারবে চিন, এমনকি দরকার হলে সেই স্থান থেকে নিজেদের সামরিক জিনিস সরিয়েও ফেলতে পারবে চিন। যদিও ভারত সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল পূর্ব লাদাখে যে কোন চীনা নির্মাণ সম্পূর্ণ ভাবে বেআইনি।