Flash News
    No Flash News Today..!!
Thursday, November 13, 2025

রাজ্যে ৬০০ গোয়েন্দা এবং দুহাজার পুলিশ কনস্টেবল নিয়োগ!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ পুলিশ-এ কাজ করতে ইচ্ছুক। সদ্য পুলিশে নিয়োগে ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাকরি নিয়ে সুখবর দেওয়া হল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে নিয়োগ নিয়ে সুখবর দেন।পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ৬০০ কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৬০০ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। ৬০০ কনস্টেবল ছাড়াও লেডি কনস্টেবল হিসাবে বিপুল সংখ্যক মহিলা পুলিশ নিয়োগ করা হবে।
নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় গঠন করছে উইনার্স টিম। এর জন্য বিপুল সংখ্যক লেডি কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সে ক্ষেত্রে ২০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়াও গোয়েন্দা পুলিশ হিসাবে আরও ৬০০ জন মহিলা ও পুরুষ পুলিশ নিয়োগ করা হবে। এর পাশাপাশি স্পেশাল হোমগার্ড হিসাবে ১০৫ জনকে নিয়োগ করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে সূত্র মারফত এই বিপুল সংখ্যক পুলিশ কর্মী নিয়োগের বিষয়ে জানা গেলেও এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে সরকারিভাবে কেবলমাত্র ৬০০ জনকে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এখানেই শেষ নয়।  জঙ্গলমহলেও ১০৫ জন হোম গার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই ১০৫ টি শূন্যপদের মধ্যে ৪৮ টি সংরক্ষিত থাকছে প্রাক্তন মাওবাদীদের জন্য। বাকি পদগুলি থাকছে মাওবাদী পরিবারের ছেলে মেয়েদের জন্যই। অতি সম্প্রতিই ঝাড়গ্রাম সফর করেন মমতা। সেখানে সভায় এই প্রসঙ্গে কিছুটা হলেও আভাস দিয়েছিলেন তিনি। মাওবাদী পরিবারগুলিকে এবং প্রাক্তন মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এবং তাঁদের আর্থিক উন্নয়নের জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News