#Pravati Sangbad Digital Desk:
এসএসসি নিয়োগের দুর্নীতির মাঝে এবার দেখা গেলো পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতি। পুলিশের পরীক্ষাতেই ভুয়ো পরীক্ষার্থীর ছড়াছড়ি। কিন্তু পরীক্ষা দিতে এসে পুলিশের কড়া নজর এড়াতে পারলেন না ভুয়ো পরীক্ষার্থীরা।৩৭ জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা দিতে বিহার, নদীয়া, মেদিনীপুর এইসব জেলা থেকে পরীক্ষার্থীরা উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে এসেছিল। এভাবে লবনহ্রদ বিদ্যাপীঠ থেকে ২ জন ও বিডি ব্লক স্কুল থেকে ৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশকর্মীরা। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।শনিবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর গোপন সূত্রে খবর পেয়ে সোদপুর কাঁচকল সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে হোটেল থেকে ৩৭ জন ভুয়ো পরীক্ষার্থী ও এজেন্টকে গ্রেফতার করে। তাদের গ্রেফতার করে খড়দহ থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী পাঠানোর প্রবণতা বেড়েছে। তাই নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহ হলেই তাঁকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। আর তাতেই ফাঁস হয়ে যায় সব জারিজুরি। গোয়েন্দারা জানাচ্ছেন, ভুয়ো পরীক্ষার্থী সরবরাহের জন্য বিহার - উত্তর প্রদেশে সক্রিয় একাধিক চক্র। মেধাবী ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম ভাঙিয়ে পরীক্ষা দিতে পাঠায়। এর বিনিময়ে মোটা টাকা আদায় করে তারা। টাকার একাংশ দেওয়া হয় বকলমে যিনি পরীক্ষা দিচ্ছেন তাঁকে। এই ধরণের প্রতারণা রুখতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ।