#Pravati Sangbad Digital Desk:
সৌরভ গঙ্গোপাধ্যায় মধ্য কলকাতায় দোতলা বাড়ি-সহ জমি কিনেছেন। লোয়ার রডন স্ট্রিটের বাড়িটির মালিকানা ছিল ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও তাঁর পুত্র নিকুঞ্জের । ২৩.৬ কাঠার উপর অবস্থিত জমি-সহ বাড়ির আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা বলে জানা জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা স্থপতি বিবেক চট্টোপাধ্যায় সৌরভের এই নতুন বাড়ির ডিজাইন তৈরি করছেন। পুরানো দোতলা বাড়ি ভেঙ্গে নূতন বাড়ি তৈরির কাজ শুরু হবে। এটি শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা হলেও সৌরভের নতুন বাড়িটির অবস্থান গলিতে। ফলে কোলাহল নেই বললেই চলে। শান্ত এলাকায় নিরিবিলিতেই বসবাস করতে পারবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, নতুন এই সম্পত্তি মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কিনেছেন সৌরভ। নতুন এই সম্পত্তি যেখানে কিনলেন মহারাজ সেখানকার জমির কাঠা ১.৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এর নিকটবর্তী ও সমান্তরালে থাকা রডন স্ট্রিট ও লাউডন স্ট্রিটে জমির দাম কাঠা প্রতি দুই থেকে আড়াই কোটি টাকা। তবে ওই এলাকার রাস্তাগুলি তুলনায় বেশি চওড়া। বাণিজ্যিকভাবে বহুতল তৈরি সেখানে সুবিধাজনক।
ইংল্যান্ডে ২০২০ সালে নতুন বাড়ি কিনেছিলেন সৌরভ। লন্ডনের সেই বাড়ির পরিদর্শনে মহারাজ (ছবিতে)।
সৌরভের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ২/৬, বীরেন রায় রোড ইস্ট বাড়িটি । সম্প্রতি এখানে গিয়ে সৌরভের নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কয়েকবার দাদার বাড়িতে গিয়েছেন। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের রাতেই যেমন গিয়েছিলেন, তেমনই সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানেই থাকছেন। এই বাড়িতেই তাঁর বড় হওয়া, এখান থেকেই ক্রিকেটের যাবতীয় উত্থান। এই বাড়ির কাছেই সৌরভের অফিসও রয়েছে। সেখান থেকে অন্যত্র সরে যাওয়া নিঃসন্দেহে কঠিন, আবেগঘনও। ইতিমধ্যেই কন্যা সানার লন্ডনে পড়াশোনার জন্য সেখানেও অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সৌরভ। এবার কলকাতায় তাঁর নিজস্ব বাড়ি। সৌরভ বলেছেন, নিজের নতুন বাড়ি, ভালোই লাগছে। মধ্য কলকাতায় থাকতে পারা সব দিক দিয়েই সুবিধাজনক। তবে যেখানে ৪৮ বছর কাটিয়েছি সেটা ছেড়ে যাওয়া খুব কঠিনও।