Flash News
    No Flash News Today..!!
Thursday, November 13, 2025

এসএসসি দুর্নীতি নিয়ে পার্থ এবং পরেশকে মুখোমুখি বসাতে পারে সিবিআই

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুসারে , এস.এস.সি দুর্নীতি মামলার যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে দুই মন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে বৃহস্পতিবার রাতের পর গতকালও সিবিআই দফতরে ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছিল পরেশ অধিকারীকে। দীর্ঘ প্রায় দশ ঘণ্টা ধরে জেরা করা হয় তৃণমূল নেতাকে। জেরাপরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী, পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ হিমশৈলের চুড়া মাত্র। এই আবহে বৃহত্তর ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরাতে পার্থ ও পরেশকে মুখোমুখি বসাতে চায় সিবিআই। প্রসঙ্গত, ইতিমধ্যেই পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। পাশাপাশি ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী কন্যাকে, তাঁর স্কুলে ঢোকার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিবিআই তদন্তকারী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কেবলমাত্র অঙ্কিতা অধিকারী যে অবৈধভাবে চাকরি পেয়েছে, তা নয়, এই তালিকায় আরও অনেকেই রয়েছে এবং এর পেছনে হাত রয়েছে কোনও প্রভাবশালীর। দুর্নীতির সেই শিকড় খুঁজতেই তত্‍পর সিবিআই। এদিকে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট অনুযায়ী, তত্‍কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশে গঠিত উপদেষ্টা কমিটি বেআইনি। এই আবহে শনিবার প্রয়োজনে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকেও ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।
উল্লেখ্য তার মধ্যে আজ তৃণমূলকে কটাক্ষ করে বক্তব্য পেশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।বলেন, "আমি যদি চুরি না করি ভয় কীসের আমার? মানুষের টাকা চুরি করেছে। আবার যাতে সেই চুরি ধরা না পরে, সেই জন্য সেই মানুষের টাকায় কোর্টে গিয়ে তার হাত থেকে মুক্তি পেতে চাইছে। এটাই বাংলার মা মাটি মানুষের সরকারের নতুন নমুনা। ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে গরাদে ভরে দেওয়া দরকার। আমি মুখ্যমন্ত্রী হলে এতক্ষণে ঘার ধাক্কা দিয়ে গারদে ভরে দিতাম।" আবার এরমধ্যে আচমকা লন্ডন সফর বাতিল করলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুধু তাই নয় লন্ডনে যাচ্ছেন না শিক্ষাসচিব মণীশ জৈনও তাদের দুজনেরই  শনিবার লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল। আর তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News