#Pravati Sangbad Digital Desk:
খামখেয়ালী কলকাতার আকাশ ! কখনও রোদ, আবার কখনও মেঘ। এভাবেই সকাল শুরু মহানগরের। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও তা নামমাত্র। গুমোট ভাব বজায় রয়েছে। তবে ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই মিলতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস ২১ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে ঝড়ের পূর্বাভাস। সপ্তাহদুয়েক আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলি ঝড় এবং বৃষ্টির দাপট দেখেছিল। এর জেরে কমেছিল গরমের দাপট। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। আগামী চার-পাঁচদিনে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় আজ আকাশ অংশত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া দপ্তর জানায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝোড়া হাওয়াও বইতে পারে।
উল্লেখ্য চলতি বছরে অশনির প্রভাবে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে বর্ষা। যার ফলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন,আগামী ১৫-মে থেকেই দক্ষিণ আন্দামান সাগর এবং তত্সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। সেদিকেই আপাতত চোখ রাখছেন আবহাওয়াবিদরা।