উচ্চমাধ্যমিক স্তরে দুর্নীতির অভিযোগে সি.বি.আই তদন্তের নির্দেশ

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

উচ্চ- মাধ্যমিক স্তরে (একাদশ-দ্বাদশ) শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে  সি.বি.আই তদন্তের সিদ্ধান্ত উচ্চ-আদালতের। 

নির্দেশ অনুসারে,রাষ্ট্র-বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগে  সি.বি.আই তদন্ত হওয়া প্রয়োজন।নির্দিষ্ট স্বজনপোষণ এর অভিযোগ এবার বর্তমান সরকারের এক মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে।মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন মন্ত্রীর মেয়ে। আজ রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শ্রী অধিকারীর মন্ত্রিপদ অপসারণ করা হতে পারে বলে জানানো হয়েছে আদালত সূত্রে। ২০১৮ তে কোচবিহারের একটি স্কুলে চাকরি পান মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারী। এস.এস.সি র পুরনো তালিকার প্রথম স্থানে ছিল চাকরিপ্রার্থী ববিতা বর্মণ এর নাম যেটা নতুন মেধাতালিকায় দু- নম্বরে নেমে আসে। যেহেতু পুরনো মেধাতালিকায় নাম নেই সেক্ষেত্রে,মন্ত্রিকন্যার চাকরির যোগ্যতা প্রশ্নের মুখে। আগামী ৭ই জুনের মধ্যে উক্ত অভিযোগের ভিত্তিতে করা রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতার স্বার্থে এই সুপারিশ করা হচ্ছে বলে এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News