Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পরেশ পালকে সিবিআই তলব করতেই বিস্ফোরক ফিরহাদ হাকিম

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বুধবার সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালকে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আচরণ করা হলে তাদের আপত্তি থাকবে বলে জানিয়ে দিলেন তিনি।
সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, "কোর্ট একটা উদ্দেশ্য নিয়ে তদন্ত করে, যাতে সত্য উদঘাটিত হয়। আমরাও চাই যে দোষীরা শাস্তি পাক। কিন্তু যখন সিবিআইকে চালনা করা হয় পলিটিকাল নেতাদের দ্বারা, সেটাতে আমাদের আপত্তি। পোস্ট পোল ভায়োলেন্স কেউ গলায় দড়ি দিল, সেটাতে যখন পলিটিক্যাল নেতা-নেত্রীদের ধরে টানাটানি করা হয়, নিশ্চিত ভাবে আমাদের আপত্তি থাকবে।"

বিশেষজ্ঞদের মতে, ফিরহাদ হাকিমের এই মন্তব্য অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ। তিনি এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই তাদের তদন্ত করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। এরই মধ্যে কাশীপুরে বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পারদ আরও একধাপ বাড়িয়ে দেয়। বাংলা সফরে থাকাকালীন এই ঘটনাকে রাজনৈতিক হত্যা বলে কটাক্ষ করেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। তদন্ত শুরু করেছে সিট। তবে আজকের এই কথার মাধ্যমে পুরমন্ত্রী বোঝাতে চাইলেন অবসাদে থেকেই বিজেপি নেতারা আত্মঘাতের সিদ্ধান্ত নিচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News