#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ দুই বছর গোটা বিশ্ব জেরবার হয়ে গিয়েছিলো করোনা ভাইরাসে, বর্তমানে করোনা ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্ব। ছন্দে ফিরতে শুরু করেছে জন জীবন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়েছে আগের মতো, তবে এখনও খানিকটা ছন্দে ফিরতে বাকি খেলার দুনিয়া। ২০২০ সাল থেকে একের পর এক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছে দর্শক শুন্য ময়দানে, শুধু ক্রিকেট নয় বাকি সমস্ত ধরনের খেলায় আয়োজিত হয়েছে দর্শক শুন্য ময়দানে, কিন্তু অন্যদিকে দেশে শুরু হয়েছে আইপিএল, কার্যত তা শেষের মুখে, বাকি সমস্ত খেলা দর্শক শুন্য ময়দানে হলেও ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজিত হয়েছে আইপিএল।
তবে এবার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। ক্রিকেটের নন্দন কানন অর্থাৎ কোলকাতার ইডেন গার্ডেনস এ আয়োজিত হতে চলেছে একটি কোয়ালিফায়ার ম্যাচ, যাতে প্রবেশাধিকার মিলবে ১০০ শতাংশ দর্শকের, এমনটাই ঘোষণা করেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। আগামী রবিবার অর্থাৎ ২২শে মে হাইদ্রাবাদ এবং পাঞ্জাবের মধ্যে শেষ গ্রুপ ম্যাচ আয়োজিত হবে, তারপর থেকেই শুরু হবে প্লে অফ ম্যাচ, তবে ইডেন গার্ডেনসে প্লে অফ ম্যাচ আয়োজন করার চিন্তা ভাবনা অনেক দিন ধরেই চলছিলো বলে জানা গিয়েছে, আর এবার তা বাস্তবেই আয়োজিত হতে চলেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, “ বিগত ৩ বছর পর আবার আমরা ইডেনে আইপিএল আয়োজন করতে চলেছি, করোনার কারণে এত দিন সব কিছুই বন্ধ ছিল, বিগত বছর দেশের বাইরে দুবাইয়ে ম্যাচ হয়েছে আর চলতি বছর সব ম্যাচ মুম্বাইয়ে হয়েছে, কিন্তু ইডেনে প্লে অফ ম্যাচের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি”। তিনি আরও জানিয়েছেন অফলাইন টিকিট এর পাশাপাশি টিকিট পাওয়ায় যাবে অনলাইনেও এমনকি হোম ডেলিভারি টিকিটও মিলবে। সব মিলিয়ে বাংলার মানুষ এখন অপেক্ষা করছে করোনা শেষে আবার নতুন করে পছন্দের ক্রিকেট তারকাদের দেখার জন্য।