Flash News
Monday, September 22, 2025

আপনার ফেসবুক অ্যাকাউন্টও কি হ্যাক হয়ে গেছে? দেখে নিন ফিরে পাবার উপায়

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান সমাজে সবাই সোশ্যাল। তবেই সোশ্যালটা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য। তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এখন আসক্ত ফেসবুকে। নিজের ইচ্ছামত ছবি ভিডিও আপলোড করা আপনজনদের সাথে শেয়ার করে নেওয়ার বৃহত্তর মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। আবার ধরুন অনেক বন্ধুর সাথে বিগত অনেক বছর দেখা হয়নি কথা হয়নি তাকেও হঠাৎ করে খুঁজে পাওয়া গেল ফেসবুকে তাই ফেসবুকের মত ভাস্ট মাধ্যম খুব কম আছে। তবে ভালোটা যেমন আছে এর সাথে খারাপটাও যুক্ত আছে। ফেসবুক হ্যাকিং এখন একটা খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। অনেকেই হঠাৎ করে দেখেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং সেখান থেকে উড়ন্ত মেসেজ তার বন্ধুবান্ধবদের কাছে চলে যাচ্ছে। তবে এই হ্যাক হয়ে যাওয়া একাউন্টের পুনরুদ্ধারের পথও আছে।

যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তবে সবার প্রথমে তার পাসওয়ার্ড পাল্টানো দরকার। তার জন্য আপনার একাউন্টে সেটিংস এন্ড প্রাইভেসি তে গিয়ে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে খুব সহজেই পাসওয়ার্ড বদল করা যাবে। এছাড়া যদি মনে হয় আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাহলে খুব সহজেই সেটিংসে গিয়ে দেখে নেওয়া যাবে কোন ডিভাইস থেকে কখন অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। এবং যদি সেখানে গিয়ে দেখা যায় যে লগইন হওয়া ডিভাইসগুলির মধ্যে আপনার ডিভাইস নেই তাহলে সঙ্গে সঙ্গে সেই ডিভাইসগুলি সিস্টেম থেকে সরিয়ে ফেলতে হবে। তার জন্য সাসপিসিয়াস লগইন এ যেতে হবে এরপর সিকিউর একাউন্টে যেতে হবে তাহলেই সমস্ত অপশনগুলি পাওয়া যাবে। এছাড়াও ফেইসবুক একাউন্ট যাতে হ্যাক না হয় তার জন্য কোন বাইরের অ্যাপে ফেসবুক একাউন্ট দ্বারা লগইন করা উচিত নয়। এতে ফেসবুক একাউন্টের নাম পাসওয়ার্ড সহ যাবতীয় তথ্য অ্যাপ গুলির হাতে চলে যায়। সবকিছু ডিজিটালি উন্নত হওয়ার সাথে সাথে খারাপ দিক গুলি মাথায় রেখে আমাদের চলা জরুরী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News