#Pravati Sangbad Digital Desk:
এখন শত্রু সংখ্যা বেড়ে ২ চিন ও পাকিস্তান। এস ৮০০ ক্ষেপণাস্ত্র বিরোধী অস্ত্র চূড়ান্ত পর্যায়ে আছে ভারত। তবে এই ক্ষেপণাস্ত্র পাওয়ার সূত্র হল রাশিয়া। ২০২১ সালের ডিসেম্বর থেকে রাশিয়ার কাছ থেকে এমন ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পাচ্ছে ভারত। ভারত চাইছে এই বছরে জুনের মধ্যে পুরোপুরি এই ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে যাতে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়। ভারতের পক্ষ থেকে আধুনিকরণের মাধ্যমে গোটা সামরিক ব্যবস্থা কে তৈরি করার কাজ চলছে। এর সাথেই চীনের মতো করেই ইন্টিগ্রেটেড থিয়েটার কমেন্টস তৈরীর পথেও রয়েছে তিনটি বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করবে বলে জানিয়েছে এই সবকিছুর সূত্র পেন্টাগন। গলওয়ানে ঘটে যাওয়া ঘটনার পর থেকে অন্ততপক্ষে ৫০ হাজার সেনা প্রস্তুত হয়ে রয়েছে এছাড়াও ট্যাংক এবং রকেট লঞ্চার এই সবকিছু প্রস্তুত আছে। এই সব কিছু বিশ্লেষণ করেছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চীনের পাশাপাশি এইরকম ভাবে ভারত-পাকিস্তান সম্পর্ক বিশ্লেষণ করেছে তারা। এতে বলা হয়েছে যেমনটা ভাবে পাকিস্তান প্ররোচনা করে তা জারি থাকবে এবং ভারত ও তার জবাব দেওয়ার রাস্তা খোলা রাখবে। এতে যদি জঙ্গী বাহিনীরা বাড়াবাড়ি করে তবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ বড়সড় সামরিক অভিযান করা হবে বলে জানানো হয়েছে। এই সব কিছুতেই বেশ স্পষ্ট হচ্ছে এবার ভারত নিজেদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তুলছে। চীন এবং পাকিস্তানের মোকাবিলায় নিজেকে সজ্জিত ও মজবুত করছে ভারত।