Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আচমকা পদত্যাগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীরঃ হেতু অনুল্লেখিত

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

হঠাৎই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদত্যাগ  বিপ্লব কুমার দেবের। শনিবার দুপুরে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে ঠিক কী কারণে ইস্তফা,তা এখনও স্পষ্ট নয়। নিজের ইস্তফাপত্রে পদত্যাগের কোনও কারণও তিনি উল্লেখ করেননি। এক লাইনের ইস্তফাপত্রে বিপ্লব দেব শুধু আজ থেকেই তাঁর ইস্তফা গ্রাহ্য করতে অনুরোধ করেছেন। শুক্রবার রাতেই অমিত শাহের সঙ্গে দিল্লি গিয়ে দেখা করেন বিপ্লব দেব। তারপরেই শনিবার আচমকা ইস্তফা দেয়। মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেবের মেয়াদ আরও ১০ মাসের ছিল। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।
যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল। সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, "দল সবার ওপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। দলের রাজ্য ইউনিটের প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার মানুষের জন্য ন্যায়বিচারের চেষ্টা করেছি। আমি শান্তি, উন্নয়ন ও কোভিড-সঙ্কট থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করেছি। সবকিছুর একটা সময় আছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিপ্লবের একের পর এক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে একাংশ নেতা অসন্তুষ্ট। এহেন পরিস্থিতিতে বিপ্লব একবার গণভোটের পর্যন্ত ডাক দিয়ে দিয়েছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই অকস্মাৎ পদত্যাগে সৃষ্টি হয়েছে নানাবিধ জল্পনার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News