Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সামনেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা, তার আগেই দল ঘোষণা করলো সিএবি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

সামনেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল,আর তার আগেই গতকাল অর্থাৎ সোমবার বাংলা রঞ্জি টিমের ২২ সদস্যের নাম ঘোষণা করলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সি.এ.বি। জানা গিয়েছে রঞ্জি ট্রফির ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচই আয়োজিত হবে বেঙ্গালুরুতে। এদিন সিএবি এর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়া পুত্র বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া,সেই সাথে উপস্থিত ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়,বাংলা দলের কোচ অরুন লাল,যুগ্ম সচিব দেবব্রত দাস,বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জয়দীপ মুখোপাধ্যায় এবং বাংলা রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরন প্রমুখ। রঞ্জি কোয়ার্টার ফাইনাল দল ঘোষণা নিয়ে দীর্ঘক্ষণ চলে আলোচনা,বৈঠক শেষে জানা গিয়েছে বাংলার হয়ে মাঠে নামতে দেখা যাবে মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বর্তমানে আইপিএল শেষ লগ্নে, ঋদ্ধিমান সাহা পাঞ্জাবের হয়ে আইপিএল খেলছেন,তবে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের আগে শেষ হয়ে যাবে আইপিএল তাই ঋদ্ধিমান সাহার রঞ্জি খেলা নিয়ে আর কোন রকম দুশ্চিন্তার কারণ নেই বললেই চলে। আগামী ৪ই জুন বেঙ্গালুরুতে শুরু হবে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল,কোয়ার্টার ফাইনালে মোট ৪টি ম্যাচ,সেই সাথে সেমিফাইনাল এবং ফাইনালও হবে বেঙ্গালুরুতে। শুধু তাই  নয় বাংলার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ঝাড়খণ্ডকে,অন্যদিকে কোয়ার্টার ফাইনালে খেলবে মধ্যপ্রদেশ বনাম পাঞ্জাব, কর্ণাটক বনাম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বনাম মুম্বাই। জানা গিয়েছে সেমিফাইনাল হবে ১২ই জুন থেকে ১৬ই জুন পর্যন্ত এবং ফাইনাল হবে ২০ই জুন থেকে ২৪শে জুন পর্যন্ত। তবে বাংলার ছেলেরা কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনাল খেলবে পাঞ্জাব মধ্যপ্রদেশ ম্যাচের বিজয়ীর সাথে।
গতকাল সি.এ.বি এর ডাকা বৈঠকে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি ছাড়াও বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার,  অভিষেক রমন, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ,সায়ন শেখর মণ্ডল,ইশান পরেল, ঋত্বিক রায় চৌধুরী, করণ লাল,নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পরেল, অঙ্কিত মিশ্র, মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News