Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের শ্যালিকা ফুটপাতে

banner

journalist Name : Priyasree

#kolkata:

ডানলপ মোড়ের কাছে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন এক বৃদ্ধা। কখনও চায়ের দোকান, কখনও মিষ্টির দোকানের সামনে বসে পড়ছেন একটি ঝুলি নিয়ে। দোকানদারদের মুখ ঝামটা জুটছে বারবার, তবুও তিনি এরকম করে বারবার বিভিন্ন জায়গায় বসছেন। এই বৃদ্ধার দাবি, তার নাম ইরা বসু। তার দাবি অনুযায়ী তিনি একসময় খড়দহের একটি নামী স্কুলে শিক্ষকতা করতেন। তবে তার বোনের নাম শুনে চমকে যেতে হয়।

তার দাবি অনুযায়ী তার বোনের নাম মীরা ভট্টাচার্য, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা একসময় ইরা বসু সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন, তবে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন, বলছেন ইরার স্কুলের প্রাক্তন সহকর্মীরা। ২০০৯ সালের ৩১জানুয়ারী অবসরের আগে পর্যন্ত তিনি খড়দহের লিচুবাগানের বাড়িতেই থাকতেন। এরপর শিয়ালদহ স্টেশনের বাইরেও বহুদিন কাটে তার, তবে বর্তমান ঠিকানা ডানলপ মোড়ের ফুটপাথ।

 -->

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামাজিক