হাউস স্টাফের পদে নিযুক্ত করা হচ্ছে এই জেলায়, দেখে নিন বিস্তারিত

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

হাউস স্টাফের পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বহু ছাত্র-ছাত্রী ডাক্তারী পাশ করে বসে থাকে প্র্যাকটিসের জন্য। তাদের জন্য নিয়ে আসা হল এক ভালো সুযোগ। তাম্রলিপ্ত সরকারি কলেজ ও হাসপাতালের যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ইচ্ছুক প্রার্থীরা ১০-ই মে থেকে আবেদন শুরু করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ ১৮ ই মে বিকেল ৪ টেয়। আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে ২৬/০৫/২০২২। প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল এর মিটিং হলে। যেসব প্রার্থীদের বেছে নেয়া হবে তারা এক বছরের জন্য নিযুক্ত হবে। যেসব ছাত্র-ছাত্রীরা WBUHS থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করেছে এই বছরে তাদের আগে সুযোগ দেওয়া হবে। এবং তারপরই বাইরের রাজ্য থেকে আসা ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়া হবে। মোট ১৪টি পদ খালি আছে। ইচ্ছুক প্রার্থীদের নিজেদের ফটোকপি ও উপযুক্ত ডকুমেন্টস নিয়ে সম্পূর্ণভাবে অফলাইনে অফিসে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার জন্য যেগুলি লাগবে তা হল নিজেদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো,এমবিবিএস পরীক্ষার ফলাফল, গোল্ড মেডেলের যাবতীয় তথ্য,মাধ্যমিকের এডমিট কার্ড( জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে),ইন্টার্নশিপ শেষ করার সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট, এমবিবিএস পরীক্ষার এটেম্পট সার্টিফিকেট, আধার কার্ড এবং প্যান কার্ড। যেখান থেকে নিযুক্ত করা হচ্ছে সেই অফিসে গিয়ে ফরম পূরণ করতে হবে প্রার্থীদের। যে যে পদের জন্য নিযুক্ত করা হবে তা হলো জেনারেল মেডিসিন ,জেনারেল সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রাইক্স,  অপথালমোলজি, রেডিও ডায়াগনোসিস, ডার্মাটোলজি ,সাইক্রিয়াট্রি, অ্যানেস্থেসিওলজি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News