Flash News
Monday, September 22, 2025

মেট্রোর মতন এবার এসবিএসটিসি তেও চালু করা হচ্ছে স্মার্ট কার্ড

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের সরকারি বাস গুলিতে এবার স্মার্ট কার্ড চালু করার জন্য উদ্যোগ নেওয়া হলো। স্মার্ট কার্ড তৈরি করলেই সরকারি বাসে চড়ে যেকোনো জায়গায় যাতায়াত করতে পারবে যাত্রীরা। ঠিক যে মন করে মেট্রো তেও একটি স্মার্ট কার্ড তৈরি করে যারা অনায়াসে যেকোনো জায়গায় যাতায়াত করতে পারে। স্মার্ট কার্ড ব্যবহার করলে আলাদা করে কোনো টিকিট কাটার প্রয়োজন হবে না এছাড়াও এটি ব্যবহার করলে রিচার্জ করার সময় যাত্রীরা ছাড়ও পাবেন। এছাড়াও এই স্মার্ট কার্ড চালু হলে রাজ্যের আয় আরো বাড়বে তাই খুব দ্রুত এই স্মার্ট কার্ড চালুর প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার। পরিবহন দপ্তরের আধিকারিকের কাছ থেকে জানা যায় স্মার্ট কার্ড তৈরি করা থেকে শুরু করে সোয়াইপ মেশিন এই সমস্ত কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে করানো হবে।
বাস গুলি সরকারি হওয়াতে রাজ্য সরকার কেবল এগুলির অনুমতি দেবে। এছাড়াও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে ঐ সংস্থাগুলোকেও বাস কিছু টাকা দিতে হবে।পরিবহন ব্যবস্থার অন্তর্গত প্রায় ৭০০ টি  বাসের জন্য প্রযুক্তিগত সাহায্য চাওয়া হয়েছে এবং যার জন্য প্রতি মাসে প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজন নয় লাখ টাকা। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন দেশের মধ্যে সর্বপ্রথম এই ব্যবস্থা আমরাই চালু করব তাই সবদিক ঠিক রেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। উত্তরবঙ্গ পরিবহন নিগমের একটি বাসের জন্য প্রযুক্তিগত সহযোগিতা  দরুন ১৮৩৫ টাকা চাওয়া হয়েছে প্রতি মাসে। তবেই এই সমস্ত বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ দপ্তরে পাঠানো হবে তারপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ পরিবহন প্রযুক্তি রাজ্য
Related News