বদলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস!! জানুন বিস্তারিত

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

করোনাকালে টানা ২বছর ধরে বদলে গেছে শিক্ষাব্যবস্থা। করোনা পরিস্থিতির জন্য প্রথমবার ২০২১সালে  উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর ২০২২ সালে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে এইবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। আর এরমধ্যেই ২০২৩সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসের বদল আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্র মারফত জানা গেছে, করোনাকালে সিলেবাসের যে বদল আনে সংসদ সেই সিলেবাস পরিবর্তিত হয়ে আবার আগের সিলেবাসেই ২০২৩সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে জানা যায়।  উল্লেখ্য, করোনার জেরে দেশে একাধিক কঠোর বিধি পালিত হয়। সেই সময় সোশ্যাল ডিসটেন্সিংয়ে জোর দিয়ে তড়িঘড়ি স্কুলের মধ্যে ক্লাসে পঠপাঠন বন্ধ করে, অনলাইনে শুরু হয় ক্লাস। পরীক্ষাও নেওয়া হয় প্রায় ৭০ শতাংশ সিলেবাসের উপর। বাকি ৩০ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হয়। তবে করোনার দ্বিতীয় স্রোতের পর থেকে আপাতত পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে খানিকটা আসতেই ফের স্কুলের দরজা কয়েকটি বিধি মেনে খুলতে শুরু করছে।

শোনা যাচ্ছে সেই পরিস্থিতিতে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক ফের স্বাভাবিক ছন্দেই হবে। ফলে যে ৩০ শাতাংশ সিলেবাস থেকে কাটছাঁট করা হয়েছিল তা ফের সংযুক্ত করেই করোনা পূর্ববর্তী সময়ের মতো করে হতে চলেছে পরীক্ষা।উল্লেখ্য, জুন মাসের চতুর্থ সপ্তাহে বের হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল। আর দ্বিতীয় সপ্তাহে প্রকাশ্যে আসতে পারে, মাধ্যমিকের ফলাফল। গত বছর উচ্চমাধ্যমিকের নম্বর একাদশের বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিকাল থেকে নেওয়া হয়েছিল। তবে এবারের পরীক্ষা হচ্ছে স্বাভাবিক নিয়মে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য শিক্ষা
Related News