Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

আজ আধুনিক নার্সিং শিক্ষার প্রতিষ্ঠাতার জন্ম দিবসে বিশ্বজুড়ে পালিত হচ্ছে নার্স দিবস

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

আমরা সাধারণত ডাক্তার ,নার্সদের ভগবানের সাথে তুলনা করে থাকি তার কারণ তারা মানব সেবায় নিজেদের জীবন অতিবাহিত করেন। আজ  ১২ই মে সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস বা নার্স দিবস যা বিশ্বের নার্সদের সম্মানিত করে। জানা গিয়েছে  ১৯৭৪ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছিল তারপর থেকে প্রত্যেক বছর ১২ই মে পালিত হয় নার্স দিবস। জানা গিয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্ম তিথিতে এই নার্স দিবস পালন করা হয় তিনি ছিলেন আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা। ১৮২০ সালের ১২ই মে ইতালির এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর। মাত্র ১৭ বছর বয়সে ইতালির ডার্বেশিয়া থেকে লন্ডনে এক হাসপাতালে নার্সের চাকরি করতে চলে আসেন কিন্তু সেই সময় নার্সদের কোন সম্মান ছিলনা এবং কোন মহিলা এই পেশায় আস্তে চাইতেন না কিন্তু ফ্লোরেন্স খানিকটা জেদের বসেই এই পেশায় থেকে যান এবং পরে ১৮৫১ সালে তিনি জার্মানি যান নার্সিং প্রশিক্ষণ গ্রহণের জন্য। ১৮৬০ সালে তিনি জার্মানি থেকে তার নার্সিং শিক্ষা শেষ করে ফিরে আসেন এবং পরে তিনি নিজে নাইটিঙ্গেল নার্সিং ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। এর ঠিক সাত বছর পর অর্থাৎ ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয় উইমেনস মেডিকেল কলেজ যা নিউইয়র্কে প্রতিষ্ঠিত।
তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে এই পেশার গুরুত্ব বাড়তে থাকে এবং একে একে অনেকেই এই পেশার সাথে যুক্ত হতে শুরু করেন। তাছাড়া ১৮৬০ সালে লন্ডনে বিশ্বের প্রথম নার্সিং স্কুল স্থাপিত হয়। তার এই কাজের জন্য একাধিকবার পুরস্কার পেয়েছেন তিনি। ১৮৮৩ সালে রয়েল রেডক্রস সম্মান পান তিনি শুধুমাত্র বাইরে দেশেই নয় ভারতীয় তার খ্যাতি ছিল বিস্তর যার ফলে অসংখ্য ভারতীয় মহিলা নার্সিংকে ভালোবেসে পেশা হিসেবে বেছে নিয়েছে। জানা যায় সে যুগে নার্স বা সেবিকাদের কোন নির্দিষ্ট পোশাক ছিল না কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর হাত ধরেই আধুনিক নার্সিং শিক্ষার সাথে সাথে নার্সিং পোশাক মান্যতা পায়। তাই ১৯৭৪ সাল থেকে ১২ই মে দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আজকের দিনে
Related News