Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দু'বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি, মেট্রোর টানেলের কারণে ফাটল বাড়ির দেওয়াল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বছর চুয়াত্তরের এক বৃদ্ধ ,নাম অশোক দত্ত থাকেন  ৬এ দুর্গা পাটুরি লেনে দীর্ঘদিন ধরে পৈত্রিক ভিটে তে বাস অশোকবাবুর, সাথে থাকেন তার দিদি। ঘটনার সূত্রপাত বছর দুই আগে ২০১৯ সালের আগস্ট মাসে হঠাৎই পৈত্রিক ভিটে এক অংশে ফাটল দেখা দেয়, কারণ বউবাজার মেট্রোর লাইন তার বাড়ির ঠিক নীচ দিয়েই যাবার কথা আর সেই মত তৈরি হয়েছে টানেল। 2019 সালে যখন প্রথমবার বাড়ির দেয়ালে ফাটল দেখা যায়, মাত্র ৮ মিনিটের মধ্যে বাড়ি ছাড়তে বাধ্য হন অশোক বাবু। অসহায় হয়ে বৃদ্ধ আশ্রয় নেন এক হোটেলে ,অন্যদিকে এরইমধ্যে তার বাড়িতে ঘটে যায় চুরির ঘটনা যার ব্যাপারে থানায় অভিযোগ করেও কোন সূরাহা হয়নি। এই ঘটনার পরে বাড়ি পরিদর্শনে এসেছিলেন মেট্রো রেলের আধিকারিকরা এবং আশ্বাস দিয়েছিলেন বাড়ির বাইরের অংশ নতুনভাবে করে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। বারংবার কে. এম. আর. সি. এল- এ অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। ঠিক দু বছর বাদে একই ঘটনার পুনরাবৃত্তি হল আজ, আরো একবার ফাটল ধরে সেই বাড়িতে। নতুন করে বাড়ির দেওয়ালে ফাটল ধরায় আতঙ্কিত বৃদ্ধ এবং তাঁর দিদি কিন্তু তাদের করণীয় বলতে কিছুই নেই শুধু বাড়ি ছাড়ার দিন গোনা ছাড়া। ঘটনাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছেন নগরপাল ফিরহাদ হাকিম মহাশয়।বাসিন্দাদের স্থানান্তরিত করা হয়েছে,হচ্ছে এবং হবে,এমনটাই জানালেন মেট্রো কর্তৃপক্ষ।
কেমন ছিল সেই ভয়াল বিধ্বংসী অভিগতা? স্থানীয়দের বক্তব্য অনুযায়ী,বিগত ২ তিন দিন ধরেই বাড়িগুলি ছিল কম্পমান। ঘটনার দিন সকাল থেকেই কাঁপছিল দেওাল,মেঝে।মুখ্য কারণ হিসেবে গণ্য করা হচ্ছে  মেট্রোর কাজ এর সঙ্গে  সম্পর্কিত 'টানেল বোরিং মেশিন' কে ।এছাড়াও কারণ হিসেবে টানা বৃষ্টিতে খোদিত মাটি আলগা হয়েও হতে পারে বলে ভাবা হচ্ছে। ১১টি সুড়ঙ্গের মধ্যে ১০টি মেরামত করা হয়েছে আপাতত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন রাজ্য
Related News