#Pravati Sangbad Digital Desk:
সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গুমোটভাব ও আংশিক মেঘলা আকাশ। তবে তাপমাত্রা অন্যদিনের থেকে অপেক্ষাকৃত কম। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,ঘূর্ণিঝড় অশনির রেশ কাটলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।
এদিকে অশনি আসার আগেই সপ্তাহের শুরুতে বর্ষণসিক্ত কলকাতার একাধিক এলাকা। তবে পূর্ব-মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,কলকাতা,নদিয়া এই জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে বলে খবর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ১২ মে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে যদিও পরে তা কিঞ্চিৎ বৃদ্ধি পেতে পারে যার মান আনুমানিক (১-২ ডিগ্রি সেলসিয়াস)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রথম ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া এবং উল্লিখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারা দিন এই পরিস্থিতি চলতে পারে যেখানে থাকছে কলকাতায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে গত দুদিনের মতোই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।তবে বৃষ্টি এখন চলবে এবং দফায় দফায় মূলত মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনাও বিশেষ নেই, উপকূলের জেলাগুলি ছাড়া। তবে শুক্রবার পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে গোটা দক্ষিণবঙ্গে।উল্লেখ্য ১৩ -মের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও লাফিয়ে বাড়বে তাপমাত্রা।