Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শ্রীলঙ্কার গল ফেসে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের ব্যাবহার, জারি কার্ফু

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ফের শ্রীলঙ্কাই কার্ফু জারি করেছে সে দেশের পুলিশ প্রশাসন। শ্রীলঙ্কার গল ফেস এলাকাই সংঘর্ষ শুরু হওয়ার কারণে কলম্বোর পশ্চিম অংশে জরুরিকালিন কার্ফু জারি করতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন। শ্রীলঙ্কার বিরোধী দল নেতা সজিথ প্রেমাদাসা এবং সমগি জনা বালাওয়েগা গল ফেস এলাকা পরিদর্শন করতে আসলে, সেখানকার বিক্ষুভদ্ধ জনতা তাদের ওপর চড়াও হয়, যার ফলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব দ্রুত অবনতি হতে শুরু করে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষনিক ভাবে গল ফাস এলাকাই কার্ফু জারি করতে বাধ্য হয়। 
সংঘর্ষে আহতও হয়েছে বেশ কয়েকজন, জানা গিয়েছে আহতদের কলম্বোর এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থনে পোদুজানা পেরামুনার সমর্থকরা গল ফাস এলাকা পরিদর্শনে গেলেও তাদের ওপরেও চড়াও হয় বিক্ষোভকারিরা, দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে জলকামানের ব্যাবহার করতে হয়েছে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার মতো দেশে বৈদেশিক মুদ্রা আমদানির পথ একমাত্র পর্যটন কেন্দ্রগুলি, কিন্তু গত ২ বছর ধরে করোনা মহামারিরি কারণে বন্ধ ছিল সে দেশের পর্যটন কেন্দ্র গুলি, যার ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পরে শ্রীলঙ্কা সরকার, খাদ্য দ্রব্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুতে রীতিমতো হাহাকার পরে গিয়েছিলো। খাদ্য সামগ্রীর অভাবের পাশাপাশি ছিল বিদ্যুতের ঘাটতি, সব মিলিয়ে থমকে যাওয়া শ্রীলঙ্কা বাধ্য হয়েছিল পড়শি দেশগুলির কাছে সাহায্য চাইতে। শ্রীলঙ্কার এই করুন পরিস্থিতির কারণে অনেকেই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে ছিলেন, শুরু হয় দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ, সব মিলিয়ে সপ্তাহ খানেকের মধ্যে দুই দুই বার কার্ফু জারি করতে বাধ্য হয় শ্রীলঙ্কা সরকার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ
Related News