Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

অস্বস্তিকর গরমে অনেক সময় ধরে এসি চালান কিন্তু কম বিলে, কি করে জেনে নিন এখনই

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমে শান্তিপূর্ণ ঘুমের জন্য এসি কিন্তু দরকার। আবার সব সময়ই এসি চালালে তার বিল মাথাচাড়া দিয়ে ওঠে। মধ্যবিত্ত ঘরে এসিও চাই আবার বিলও চাই পকেট ফ্রেন্ডলি। কিন্তু কিভাবে সেটারই আছে আমাদের হাতের কাছে। যা করে আপনারা খেতে পারবেন অনেক বেশি এসির হাওয়া অথচ বিল বাঁচিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ক্রেতাদের হতে হবে বুদ্ধি পরায়ন এসি কেনার সময়। এসির গায়ে থাকা স্টার গুলোকে করতে হবে নজর। অর্থাৎ যে এসির গায়ে যত বেশি স্টার তার বিদ্যুৎ ক্ষরণ ততো কম। এছাড়াও বাড়িতে এসি চালানোর সময় এসির টেম্পারেচার সবসময় ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখতে হবে। এসি সবসময় বেশি তাপমাত্রায় চালানো উচিত কারন কম তাপমাত্রায় চালালে তার কম্প্রেসারের অনেক বেশি চাপ পড়ে। তাতে বাড়ে বিদ্যুৎ বিল। আবার কিছুক্ষণ এসি চালিয়ে তারপর বন্ধ করে রাখলেও বাঁচানো যাবে বিদ্যুৎ। রাতের ক্ষেত্রে স্লিপ মোড ব্যবহার করা ভালো সারারাত এসি চালিয়ে যদি ভোরের দিকে এসে বন্ধ করার অভ্যাস করা যায় তাহলে তা অনেকটা বিদ্যুৎ বিল বাঁচিয়ে দেয়। এসি অনেক বেশি পুরনো হয়ে গেলে তা পাল্টিয়ে নিলে ভালো হয় কারণ অনেক পুরনো এসি বিদ্যুৎ বাঁচাতে পারে না। সব সময় বিশেষ করে ঘরে যে দিক দিয়ে তাপ ঢোকে সেই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। এসিতে টাইমার ব্যবহার করার একটি খুব ভালো উপায় যার দ্বারা এসি ঘর ঠান্ডা করে দিলে তা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
আবার অনেকেই এসি কিনতে গেলে ফাইভ স্টার এসি। কিন্তু সাধারণ বাড়ির জন্য ফাইভ স্টার এসি না কিনলেও চলে। সাধারণত বছরে হাজার ঘণ্টার কম এসি চললেও তার জন্য থ্রি স্টার এসি যথেষ্ট। কিন্তু যদি গড়ে বছরে হাজার এর থেকে বেশি বা ১৫০০০ ঘন্টা এসি চলে তবে তার জন্য ফাইভ স্টার এসি কেনাই সঠিক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি অর্থনীতি
Related News