Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আজ ২৫শে বৈশাখ,বিশ্বকবির জন্মজয়ন্তী পালন

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১-তম জন্মদিন।১৮৬১ সালের ৭ মে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা মতে , ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। আর সেই উপলক্ষ্যে ৭ মে  বিশ্বজুড়ে তাঁর জন্মবার্ষিকীতে চলছে রবি-বন্দনা। আর সেই দিনকেই 'রবীন্দ্রজয়ন্তী' হিসাবে পালন করে আপামর বাঙালি।কথায় রয়েছে বাঙালি মাত্র দুটি বাংলা তারিখ মনে রাখে একটি পয়লা বৈশাখ, আর অন্যটি হল ২৫ বৈশাখ। এই দুটি তারিখ আপামর বাঙালির কাছে অত্যান্ত গর্বের, অত্যন্ত সম্মানের।
যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায়। বাঙালির সব আন্দোলন-সংগ্রামে, সমস্যা–সংকটে তাঁর গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। সাহিত্যে তাঁর নোবেল পুরস্কারপ্রাপ্তি ,বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। যে গীতাঞ্জলির জন্য তাঁর এই নোবেল পুরস্কার অর্জন, সেই গীতাঞ্জলি এবং আরও অনেক বিখ্যাত  রচনা বর্তমান বাংলাদেশের মাটিতেই। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত।নানা অনুষ্ঠানের মাধ্যমে আজ সবাই বিশ্বকবিকে স্মরণ করে।
আজ জোড়াসাঁকো থেকে শুরু করে কবিগুরুর জন্মভূমি শান্তিনিকেতনে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। করোনার জেরে দু’বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব হয়নি। সেই দুঃখ কাটিয়ে এদিন সকাল থেকেই কবি-উপাসনায় মেতে উঠেছে রাজ্যবাসী।কোভিড মহামারি কাটিয়ে দু’বছর পর সেজে উঠেছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠাকুরবাড়িতে কবির প্রতিমূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। কবিপ্রণাম সারতে এদিন ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি।

এদিন ভোর ৫ টায় বৈতালিক, ৬ টায় রবীন্দ্রভবনে কবিকন্ঠ ও ৭ টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করা হয় শান্তিনিকেতনে। অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক ও পড়ুয়ারা৷ প্রতি বছরের মত এই দিনটিতে দিনভর নানান অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতীতে৷ বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু। তাঁর স্মরণে এবছর রাজ্যজুড়ে উদযাপন চললেও মন খারাপ স্কুল পড়ুয়াদের। গরমের ছুটি পড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। কিছু কিছু বেসরকারি স্কুলে উদযাপন চললেও বেশিরভাগ পড়ুয়াই ঘরে বসেই সারছে কবি প্রণাম।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আজকের দিনে
Related News