#Pravati Sangbad Digital Desk:
রাজ্যে উচ্চমাধ্যমিক পাশ ছেলে মেয়েদের জন্য সুখবর,রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে গ্রুপ ডি কর্মী নিয়ম,সেই সাথে বেতন ২৮০০০, তবে আবেদনকারিকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। চাকরির জন্য দিতে হবে না কোন রকম লিখিত পরীক্ষা, শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। আবেদন করার শেষ তারিখ ২০/০৫/২০২২। আবেদন করতে হবে অফলাইনে, নিজের হাতে অ্যাপ্লিকেশন তৈরি করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানাই। এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন।
আবেদনপত্র তৈরি করার জন্য প্রথমেই আপনার নিজের নাম, বাবার নাম,স্থায়ী ঠিকানা,বয়স এবং শিক্ষাগত যোগ্যতা লিখে ফেলতে হবে। তার সাথে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নীচে মোবাইল নম্বর ইমেল-আইডি এবং সিগনেচার করে দিলেই হবে। তবে আবেদন করার আগেই অবশ্যই মনে রাখতে হবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় কারণ,তাতেই আপনার কাজে নিযুক্ত হওয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া জানানো হবে।
আবেদন পত্রটির সাথে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অ্যাডমিট,সার্টিফিকেট যাবতীয় সামগ্রী জুড়ে দিতে হবে,সেই সাথে ঠিকানার প্রমাণ পত্র, ভোটার কিম্বা আধারের জেরক্স কপি জুড়ে দিলেই হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রাপ্ত আবেদন পত্রগুলির মধ্যে থেকে বাছাই করা হবে,তারপরে তাদের ডাকা হবে ইন্টারভিউ-এর জন্য। সব শেষে ইন্টার্ভিউয়ে প্রাপ্ত নম্বর এবং উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের যুক্ত তালিকা প্রকাশিত হবে এবং তারপর ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।