#Pravati Sangbad Digital Desk:
দাবি ছিল অনেক দিন ধরেই, স্কুলের প্রধান শিক্ষকদের সেই দাবি মেনে প্রতি ১০ বছর অন্তর স্কুলের প্রধান শিক্ষকদের বিশেষ ইনক্রিমেন্ট সংক্রান্ত নিয়ম ফিরিয়ে আনল রাজ্য শিক্ষা দপ্তর। আগে স্কুল শিক্ষকদের প্রতি ১০ বছর অন্তর একটি নির্দিষ্ট পরিমানে বেতন বৃদ্ধি হতো,কিন্তু ২০১৯ সালের রোপা প্রকাশ হওয়ার পরেই শিক্ষকদের এই সুবিধা কেড়ে নেওয়া হয়,২০১৯ সালের রোপাতে বলা হয়েছিল প্রধান শিক্ষকেরা যদি ১০ বছর পূর্ণ করতে পারেন প্রধান শিক্ষক হিসাবে তবেই মিলবে এই ইনক্রিমেন্ট। সাধারণত স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার আগে যোগ্য ব্যাক্তিকে বেশ কিছু বছর সহকারী প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে হয়,কিন্তু ২০১৯ সালের রোপা অনুযায়ী ইনক্রিমেন্ট বৃদ্ধিতে সহকারী প্রধান শিক্ষকের হিসাব ধরা হবে না,তবে রাজ্য শিক্ষা দপ্তরের আগের নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কাজের মেয়াদ বিবেচনা করা হতো।
জানা গিয়েছে রাজ্য শিক্ষা-দপ্তর আবার আগের নিয়ম বহাল রাখতে চলেছে,তবে প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য আগে একটি নির্দিষ্ট ইনক্রিমেন্ট দেওয়া হলেও,নতুন এই নিয়মে কোন রকম ইনক্রিমেন্ট দেওয়া হবে,যাতে একটু হলেও মন খারাপ রাজ্যের প্রধান শিক্ষকদের। তবে অনেক স্কুল শিক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন,যদি রাজ্য শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক নিয়োগের জন্য রিজার্ভেশন চালু করেন তাহলে,চাকরির স্থান বদলে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হবে। সেই সাথে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানিয়েছেন,যদি সরকার এই নতুন নিয়ম চালু করে তাহলে ২০১৯ সালের রোপা চালু হওয়ার পরে যারা ইনক্রিমেন্ট পেয়েছিল তাদের কি হবে?অন্যদিকে আবার ইনক্রিমেন্ট চালু করার জন্য রাজ্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস।