#Pravati Sangbad Digital Desk:
ও.এন.জিসি অর্থাৎ অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যাকে বলা হয় তেল ও প্রাকৃতিক গ্যাসের কর্পোরেশন। এর বিস্তার বহুদূর,ভারতের সরকারি বহুজাতিক খনিজ তেল এবং গ্যাসের ভান্ডার এটি। শুরু হলো এই ও.এন.জিসি নিয়োগ প্রক্রিয়া। তাই ৩১৬৪ টি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ করা হবে এই কর্মী। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ্যাপ্রেনটিসশিপ ইন্ডিয়ান অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করবে প্রার্থীরা তার জন্য প্রথমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর দরকারি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। বিভিন্ন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া হবে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১০/০৫/২০২২। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় যেমন নর্দার্ন সেক্টর,ওয়েস্টার্ন সেক্টর, ইস্টার্ন সেক্টর ,সাউদার্ন সেক্টর ,সেন্ট্রাল সেক্টর ও মুম্বাই সেক্টরের জন্য আবেদন প্রক্রিয়া হবে ফলে এর শূন্য পদ-সংখ্যা অনেক। যেসব পদগুলিতে আবেদন হবে একাউন্টস এক্সেকিউটিভ, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট,ফিটার,ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স এছাড়া মেকানিক্,অফিস-অ্যাসিস্ট্যান্ট সহ ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট এবং ইঞ্জিনীয়ারিং এর বিভিন্ন বিভাগ থেকে যেমন সিভিল ,কম্পিউটার সায়েন্স,মেকানিক্যাল বিভিন্ন পদে আবেদন করা যাবে। যারা আবেদন করবে সেসব প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। জেনারেল ছাড়া এস.সি ও এস.টি রা পাঁচ বছরের এবং ও.বি.সি সম্প্রদায়রা তিন বছরের ছাড় পাবেন। বিভিন্ন পদের জন্য আবেদন করতে গেলে সেই সব পদেরই ডিগ্রী থাকা কাম্য। আইটিআই পাস করতে হবে আবেদনকারীকে সেই বিষয়ের উপর। বেতন গ্রাজুয়েটদের জন্য প্রতি মাসে ৯০০০, ট্রেড এ্যাপ্রেন্টিস দের জন্য প্রতি মাসে ৭৭০০ টাকা অর্থাৎ যারা একবছরের আইটিআই কোর্স করেছে এবং যারা দু'বছরের আইটিআই কোর্স করেছে তাদের ৮০৫০ টাকা। যারা ডিপ্লোমা করেছে তাদের ৮০০০ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। যারা আগেও রেজিস্ট্রেশন করেছে সেসব প্রার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।