Flash News
Monday, September 22, 2025

ফের জরুরি অবস্থা জারি করা হলো শ্রীলঙ্কায়

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জরুরী কালীন পরিস্থিতি জারি করল তীব্র বিক্ষোভের মুখে। গত পাঁচ সপ্তাহের মধ্যে দুবার জরুরী কালীন পরিস্থিতি ঘোষণা করল প্রেসিডেন্ট তার কারণ সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। শ্রীলংকার অর্থনৈতিক পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়ে উঠছে। বিগত বেশ কয়েক দশকের মধ্যেই এই প্রথম এত সংকটের সম্মুখীন হল শ্রীলংকা বাসী। শ্রীলংকার অর্থনৈতিক মন্ত্রী জানিয়েছেন দেশে এখন বৈদেশিক মুদ্রা আছে মাত্র 5 কোটি ডলার। প্রেসিডেন্ট দুবার জরুরী কালীন পরিস্থিতি জারি করা ছাড়াও ট্রেড ইউনিয়নগুলোর একটি ধর্মঘট ডেকে ছিল। এই ধর্মঘটের শামিল হয়েছিল দেশের বিভিন্ন পেশার মানুষ সাধারণ নাগরিকসহ আরো অন্যান্যরা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দোকানপাট সমস্ত বন্ধ রাখা হয়েছিল ওই ধর্মঘটে। এরকম কঠিন অর্থসংকটে ওষুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিচ্ছে শ্রীলঙ্কাতে। দেশের সাধারণ মানুষ প্রেসিডেন্টকেই দোষী করছে এইরূপ পরিস্থিতিতে। স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষ তাই প্রেসিডেন্ট বিরোধী।

প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে বাধ্য হয়ে জরুরী পরিস্থিতি জারি করছে প্রেসিডেন্ট। তবে তিনি এর কারণ হিসেবে বলেন জননিরাপত্তার স্বার্থে এই কাজ। গতকাল বিক্ষোভ এমন জায়গায় গেছে যেখানে রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ মানুষদের সংঘর্ষ শুরু হয়ে যায় এবং পুলিশ লাঠিচার্জ শুরু করেছিল। ধর্মঘটের সবাই শামিল হয়ে দোকানপাট বন্ধ করে এছাড়া বাস-ট্রেনে ধর্মঘট দেখা যায়। স্টেশনের ট্রেন বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হয় বহু নিত্যযাত্রী। কলম্বোর রেলস্টেশন বন্ধ থাকে এছাড়াও বাস টার্মিনালে বন্ধ থাকে শুধু গুটিকয়েক সরকারি বাস ছাড়ে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্ররা এ যোগদান করে। এই বিষয়ে ট্রেড ইউনিয়ন নেতা রাভি কুমুদেশ বলেন প্রেসিডেন্টের নীতিগুলো যে ভুল তা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এবং প্রেসিডেন্টের এই ভুলগুলো জন্যই আজকে দেশের এই রকম অর্থনৈতিক অবস্থা। টাইপ এক্সিডেন্ট কে তার পথ থেকে সরে যেতেই হবে।
এরা আগে 1948 সালে যখন ব্রিটিশ উপনিবেশ ছিল তখন সব থেকে বেশি অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল শ্রীলঙ্কাতে। জ্বালানি গ্যাস ঔষধসহ বৈদেশিক মুদ্রাতেও টান পড়েছিল সেই সময় এরকমই দাম বেড়েছিল সব জিনিসে। এত বছর সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News