Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পাসওয়ার্ড দিবসের দিন সুরক্ষিত পাসওয়ার্ড বানানো পরামর্শ দিল উত্তরাখণ্ড পুলিশ!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

আপনি হয়তো ভাবছেন পাসওয়ার্ড নিয়ে দিবস পালন করার কী আছে ! কিন্তু সত্যিই প্রযুক্তিবিদদের কাছে এর বিশেষ গুরত্ব আছে। সাধারণত প্রত্যেক বছর মে মাসের প্রথম বৃহস্পতিবার পাসওয়ার্ড দিবস হিসেবে পালন করা হয়। প্রযুক্তি পেশাদাররা কম্পিউটার ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ড আপডেট এবং সুরক্ষিত রাখতে উৎসাহিত করার জন্য এটি শুরু করেছিলেন। তবে পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সূত্র বা প্যাটার্ন ব্যবহার করেন অনেকেই। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে প্রায় ২ কোটির বেশি মানুষের পাসওয়ার্ড 123456। অনেক ব্যবহৃত পাসওয়ার্ডের মধ্যে আরও রয়েছে "1122, "abcd", " xyz" ইত্যাদি দিয়ে থাকেন।

এছাড়া পাসওয়ার্ড হিসেবে  নিজের নাম বা ভালোবাসার মানুষের নাম ছাড়াও স্থান, পেশা আর ফোন নম্বরও ব্যবহার করে থাকেন অনেকে। যদিও বাড়তি নিরাপত্তার জন্য বিশেষজ্ঞরা সংখ্যা ও অক্ষরের সংমিশ্রণে তৈরি পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড মনে রাখাটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ২০১৩সাল থেকে প্রতি বছর ৫ই মে বিশ্ব পাসওয়ার্ড দিবস পালন করা হয়। তাই এইবছর ৫ই মে উত্তরাখণ্ডের পুলিশ টুইট করে পাসওয়ার্ড মনে রাখার এক সহজ উপায় টুইট করেন। বৃহস্পতিবার উত্তরাখণ্ড পুলিশ বিভাগের তরফে টুইট করে বলা হয়, “আন্তর্জাতিক পাসওয়ার্ড দিবসে আপনার পাসওয়ার্ডকেও ইলন মাস্কের ছেলের নামের মতো জটিল বানান সর্বাধিক সুরক্ষা পেতে। সাইবার সুরক্ষিত থাকুন”। পোস্টের ক্যাপশনেও লেখা হয়েছে, “ইলন মাস্কের ছেলের নাম X Æ A-Xii, আর আপনারা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পাসওয়ার্ড ভেবে পাচ্ছেন না? হ্যাপি পাসওয়ার্ড ডে।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News