#Pravati Sangbad Digital Desk:
যুগ যত আধুনিক হয়েছে, ততই বেড়ে চলেছে প্রতারণার ফাঁদ। মানুষ দিন দিন অনলাইন নির্ভর হয়ে পড়ছে, আর ততই ফাঁদ পাতছে সাইবার ক্রাইম। তাদের ফাদে পা দিয়েছেন অনেকেই, অনেকেই খুয়িয়েছেন জীবনের সঞ্চিত অর্থ, কিন্তু তাতেও সচেতন নয় মানুষ। আর এবার সাইবার ক্রাইমের ফাঁদে পা দিলো এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। কলেজ ষ্ট্রীটের বাসিন্দা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সঞ্জয় মাইতির দাবি, পড়াশোনার জন্য তার টাকার দরকার ছিল, তাই সে চারিদিকে শিক্ষামূলক লোনের জন্য অ্যাপ্লাই করতে শুরু করে। কিন্তু হঠাৎই তার মোবাইলে ঋণ দেওয়ার জন্য একটি মেসেজ আসে, আর তাতে ক্লিক করতেই ধীরে ধীরে তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৯ হাজার টাকার কাছাকাছি কেটে নেওয়া হয়। পড়ুয়া লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। সঞ্জয় আরও জানিয়েছে, কিছু দিন আগেই তার মোবাইলে এই মেসেজটি আসে, তাতে বলা হয় অত্যন্ত কম সুদে ঋণ দেওয়া হবে, সেই মতো ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয় সঞ্জয়ের কাছে,তারপর প্রোসেসিং ফি বাবদ প্রায় ২৫০০ টাকা চাওয়া হয়, আর প্রোসেসিং ফি দিতেই এমন বিপত্তি।
লালবাজার সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। যদিও এই ধরনের প্রতারণা নতুন কিছু নয়, এর আগেও একাধিক বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের ঘটনা সামনে এসেছে, কোথাও কম টাকাই ব্যাবহারের সামগ্রী দেওয়ার নামে, আবার কোথাও বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে, আবার অনেক সময় বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারণা করা হয়েছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধ করার জন্য বারংবার প্রচার চালাই বিভিন্ন ব্যাঙ্ক এমনকি রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দমনকারি শাখা, কিন্তু তার পরেও বারবার এমন ঘটনা সামনে উঠে আসে।