#Pravati Sangbad Digital Desk:
তামিলনাড়ুর এক তথ্যপ্রযুক্তি সংস্থা বিয়ে করলেই বেতন বাড়ানোর উদ্যোগ নিল। বেসরকারি চাকরিজীবী কর্মীদের মধ্যে সংস্থা ছেড়ে যাবার মনোভাব থেকেই থাকে তাই কর্মীরা যাতে তাদের সংস্থায় নিজের মন প্রাণ দিয়ে কাজ করে এবং অল্প দিন কাজ করেছিলে না চলে যায় তার জন্যই এই উদ্যোগ নিল সংস্থা। জানা যায় বিয়ে করলেই বেতন বাড়িয়ে দেবার চল এই সংস্থায় অনেকদিন ধরেই ছিল। সংস্থার নাম কি এবার জানার পালা সংস্থার নাম হল শ্রী মুকাম্বিকা ইনফো সলিউশন। এবার সেই সংস্থা আরো একটি অভিনব উদ্যোগ নিল যা হল কর্মীদের বিয়ে হলে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা এবার থেকে তাদের জীবনসঙ্গী খুঁজে দেবেন। সংস্থার পক্ষ থেকে ঠিক করা হয়েছে সংস্থার কর্মীদের জন্য প্রতি ছয় মাস অন্তর বেতন বাড়ানো হবে। স্বাভাবিকভাবেই এমন অভিনব উদ্যোগ ভালই সাড়া ফেলেছে কর্মী মহলে।
এস এম আই নামে সংস্থাটির বর্তমান কর্মীসংখ্যা ৭৫০ জন। এই সংস্থার কোন কর্মী ৫ বছরের বেশি চাকরি করেন না। ৭৫০ জনের মধ্যে মাত্র ৪০ শতাংশ কর্মী ৫ বছরের বেশি বা তার সম সময় ধরে কাজ করছে। এখন ওই সংস্থার মোট বার্ষিক আয় ১০০কোটি টাকা। প্রথমে শীবকাশীতে এই সংস্থা প্রথম কাজ শুরু করে পরে এটি মাদুরাইতে যায়। বিয়ে করলে কর্মীদের বেতন অনেকদিন বাড়তো এই সংস্থা তে তবে এবার থেকে সেই বিয়ের জন্য সঙ্গীয় খুঁজে দেবে সংস্থা। এইরকম উদ্যোগ নজরবিহীন তা বলা বাহুল্য। এ বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা কর্মী সেলভাগনেশ জানান কর্মীরা তাদের নিজেদের পরিবার ও ভাই বোনের মতন। অনেক কর্মী অনেক দূর থেকে গ্রাম থেকে আসে কারোর বাবা-মার অনেক বয়স হয়ে গেছে তো পাত্র পাত্রী খোঁজার মতো পরিস্থিতির অনেক বাড়িতেই থাকে না সেই কারণেই কর্মীদের পরিবারের হয়ে এই দায়িত্ব নিচ্ছে সংস্থা। সংস্থার সিইও বলেন তিনি একটি নেটওয়ার্ক তৈরি করবেন যার মাধ্যমে কর্মীরা পাত্র পাত্রী খুঁজে নিতে পারবে নিজেরাই যার নাম দেওয়া হবে অ্যালায়েন্স মেকার। বেতন বৃদ্ধি করা হবে ছয় মাস অন্তর ৬ থেকে ৮ শতাংশ যাতে পুরনো কর্মীরা পাঁচ বছরের অনেক বেশি সময় ধরে সংস্থা তে থাকে।