#Pravati Sangbad Digital Desk:
বাংলার দুই ফুটবলার দিলীপ এবং মনোতোষ-কে চাকরি দিল নবান্ন। তাদের দুজনের যৌথ প্রচেষ্টায় ৭৫ তম সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা পৌঁছেছে যার পুরস্কার স্বরূপ নবান্নতে চাকরি হলো দিলীপ ও মনোতষের। বৃহস্পতিবার নবান্নে এটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়। রঞ্জন ভট্টাচার্যের টিমের ছেলেরা কিরনের কাছে হেরে গেলেও অবাক গতির ফুটবল তারা খেলেছিল। সেই বাংলা দলের অধিনায়কত্ব হিসাবে মনোতোষ চাকলাদার এবং স্ট্রাইকার দিলীপ ওঁরাকে চাকরি দিল রাজ্য।
এই দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটা থেকে ওই দুজন ফুটবলারকে ফ্রি দেওয়া হবে বলে ঠিক হয়। ফুটবল প্রিয় বাঙালি ঠিক সেরকমই ফুটবল প্রিয় এই দুই ফুটবলারও। চরম অভাব অনটনের সাথে লড়াই করে তারা আজ উঠে এসেছে এই জায়গায়। তাদের সংসারে অভাব-অনটন বর্তমান। এখনও পর্যন্ত খড়ের চালের বাড়িতে থাকে দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার। জানা যায় গত সোমবারে যখন কালবৈশাখী তার চরম দাপট দেখাচ্ছে চুঁচুড়ায় তখন অধিনায়ক এর বাড়ির চাল উড়ে যায় তবুও সেই দিনই নামতে হয় মাঠে ফাইনালের জন্য। সেই খবর কানে এসেছিল খেলতে নামার আগে কেরলে। অপরদিকে স্ট্রাইকার দিলীপ দমদম নাগেরবাজার এর বাসিন্দা। অভাব-অনটন তার সঙ্গী। ফুটবল প্রিয় এই ছেলেটি একটি ঘুপচি গলির ভেতর একটা ছোট্ট ঘর থেকে লড়াই করে বাংলার জন্য নেমে এসেছে মাঠে। দিলীপই প্রথম বাংলাকে ফাইনালে তোলার গোলটি করেছিল। সরকারের নেওয়া এই সিদ্ধান্তে খুশি সবাই। টাকার অভাবে হারিয়ে যায় বহু প্রতিভা তাই উপযুক্ত লোকের জন্য এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয় বলে জানিয়েছে সাধারন মানুষ।