#Pravati Sangbad Digital Desk:
ছ 'বছর আগের আইনি ঝঞ্ঝাটে ফের জড়ালেন দক্ষিণী তারকা ধনুষ। ঘটনাটি ছিল ২০১৬ সালের। সেই সময় তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন দুই বৃদ্ধ ও বৃদ্ধা। ওই বয়স্ক দম্পতি ধনুষকে নিজেদের সন্তান বলে দাবি করে। তবে সেই মামলা নিষ্পত্তি হয়ে যায় ২০১৭ সালে। ধনুষ সেই মামলা জিতে যায়। কিন্তু আবার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। সেই সূত্রেই মাদ্রাজ উচ্চ আদালতে তলব করা হয়েছে অভিনেতাকে।
জানা গিয়েছে, ওই দম্পতির নাম কাথিরেসান এবং মীনাক্ষী। তাঁদের দাবি, ধনুষকে তাঁরা জন্ম দিয়েছেন। কিন্তু একাদশ শ্রেণিতে পড়াশোনা করার সময়ে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়ে চেন্নাইতে গিয়েছিলেন ধনুষ। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও অভিযোগ বৃদ্ধ দম্পতির। দম্পতি নাকি বহু দিন ধরে তাঁদের তৃতীয় সন্তানের খোঁজ করেছিলেন। কিন্তু সফল হননি। এক সময়ে পর্দায় ধনুষকে দেখে তাঁরা চিনতে পারেন বলে দাবি। চেন্নাইতে গিয়ে ধনুষের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা নাকি দেখা করেননি। এখন তাঁদের একটাই দাবি, তাঁদের 'সন্তান' মাসে ৬৫ হাজার টাকা করে পাঠালে তাঁদের খুব সুবিধা হয়। কারণ আর্থিক অনটনে ভুগছেন তাঁরা। এই দাবি নিয়েই আদালতের দরবারে ফের উপস্থিত হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। ধনুষ নিজের জন্ম পরিচয়ের নথিপত্রও দাখিল করেছিলেন আদালতে। কিন্তু কাথিসেরান দম্পতির দাবি, সেসবই নকল। ২০২০ সালে আদালতের তরফে জানানো হয়েছিল, নথিগুলো যে নকল তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এরপরেই মাদ্রাজ হাইকোর্টের আপিল করেন দম্পতি।