Flash News
Monday, September 22, 2025

মেয়েদের শিক্ষা ক্ষেত্রে কোপ আফগানিস্তানে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আফগানিস্তানে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে তালিবান বাহিনী, ক্ষমতায় ফেরার আগে ঝুরি ঝুরি প্রতিশ্রুতি দিলেও,ক্ষমতায় ফেরার পরে জোর যার মুলুক তার। সে দেশে বিশেষ করে মহিলাদের স্বাধীনতা খর্ব করেছে তালিবান সরকার। মহিলাদের রাস্তায় বেরনো থেকে শুরু করে, নিজের স্বামী ব্যাতিত অন্য পুরুষের সাথে কথা বলা একেবারেই সেখানে বন্ধ, শুধু তাই নয় সে দেশের মেয়েরা বঞ্চিত হয়েছে সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরি থেকে, আফগানিস্তানে মেয়েরা আগে নিজেরা গাড়ি চালাতে পারলেও এখন তা একেবারে বারণ, এমনকি স্কুল শিক্ষা থেকেই তাদের অধিকার কেরে নেওয়া হয়েছে। সব মিলিয়ে সে দেশের মেয়েরা এখন পুরুষ শাসিত সাম্রাজ্যের হাতের পুতুল।

বর্তমানে তালিবান সরকার জানিয়েছে ষষ্ঠ শ্রেণীর এর ওপরে কোন মেয়ে স্কুলে যেতে পারবে না, অর্থাৎ আফগানিস্তানের মেয়েদের এখন ন্যূনতম শিক্ষা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। মনোবিদেরা জানাচ্ছেন তালিবান সরকারের এই নির্দেশের ফলে সে দেশের মেয়েরা মানসিক ভাবে ভেঙে পড়েছে। গত বছর আগস্ট মাসে যখন গোটা বিশ্ব করোনার কবলে জর্জরিত ঠিক সেই সময় আফগানিস্তান দখল করে তালিবান  বাহিনী, আর তার পর থেকেই একের পর এক বিধি নিষেধ আরোপ করেছে তালিবান  বাহিনী ক্ষমতার অপব্যাবহার করে। আফগানিস্তানের এক স্কুল ছাত্রী জানিয়েছে, “আমাদের অধিকার সবকিছু থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আমরা ক্রমশ হতাশার দিকে ঝুকে পড়ছি"।
মনোবিদরা আরও দাবি করছেন, খুব স্বাভাবিক ভাবেই কারোর ইচ্ছের বিরুদ্ধে কোন কাজ করা হলে, সেই মানুষটি মানসিক অবসাদে ভুগতে শুরু করে। তাছাড়া অনেকেই দাবি করছে, মেয়েদের স্কুলশিক্ষা বলপূর্বক বন্ধ করে দিলে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এইচআরডাব্লিউ এর মতে, সে দেশের মেয়েরা স্কুল শিক্ষার সাথে সাথে নুন্যতম স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হয়ে পড়েছে তালিবান শাসনের ফলে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News