#Pravati Sangbad Digital Desk:
টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদ! সেই বিচ্ছেদ চলছে লাগাতার গত বছর থেকে। ভেঙে যাচ্ছে একের পর এক সম্পর্ক! সদ্য সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে জনপ্রিয় যুগল সোহিনী-রণজয়ের! সম্পর্ক ভেঙেছে টলিপাড়ার জনপ্রিয় জুটি রোহন ভট্টাচার্য ও সৃজলা গুহ'র! আর এই এত বিচ্ছেদের ভিড়ে এবার গুঞ্জন উঠেছে যে,"পারবো না আমি ছাড়তে তোকে " বলেও দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি টেনেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই খোলামেলা ছিল এই তারকা জুটি। প্রকাশ্যেই জাহির করতেন নিজেদের প্রেম! তবে কী সত্যিই বিচ্ছেদের পথে হেঁটেছেন হয়ে গেছে বনি কৌশানীর?
জানা গেছে, বিগত একসপ্তাহ ধরেই নাকি মনোমালিন্য চলছে বনি-কৌশানীর। তাঁদের দীর্ঘ সম্পর্ক কী তবে সত্যিই এবার ভেঙে যাওয়ার পথে? আর এই বিষয়ে এবার মুখ খুলেছেন কৌশানী। তিনি বনির সঙ্গে নিজের মনোমালিন্যের কথা স্বীকার করলেও এখনও সম্পর্ক ভেঙে যাওয়ার কথা স্বীকার করেননি। তিনি জানিয়েছেন সমস্ত সম্পর্কেই মতবিরোধ হয়ে থেকে থাকে। সেই সম্পর্ককে সময় দিতে হয়। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন কিছুদিন এখন একা থাকতে চান। তবে সেই সম্পর্ককে তিনি এগিয়ে নিয়ে যাবেন না সেই সম্পর্ক থেকে অব্যাহতি নেবেন সেই কথা পরে পরিষ্কার জানিয়ে দেবেন বলে জানিয়েছেন কৌশানী। এই বিষয়ে বনি পরিষ্কার জানিয়েছেন যে, তাঁদের কোনরকম ব্রেকআপ হয়নি। শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে একে অপরকে সময় দিতে পারছেন না তাঁরা বলেই এই মনোমালিন্য।এমনকি কৌশানীর অভিমানের কারণও জানেন বনি।তিনি আশাবাদী এই সম্পর্ক ঠিক হয়ে যাবে।
গত বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানি। জোড়াফুলের হয়ে লড়েওছিলেন কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা থেকে। তবে মুকুল রায়ের মতো হেভিওয়েট নেতার কাছে হার স্বীকার করেন এই টলি নায়িকা। ভোটের আগে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি। পরে অবশ্য দল ছাড়েন। তবে বনি বিজেপি-তে থাকাকালীনও জুটির ব্যক্তিগত সম্পর্ক ছিল অটুট। ভোটে হারের পর কৌশানির হাতটা আরও শক্ত করে ধরেছিলেন বনি। কিন্তু এখন হলটা কী? তা বোঝা কঠিন।