#Pravati Sangbad Digital Desk:
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অজয় নদ থেকে উদ্ধার করা হলো সূর্য দেবের মূর্তি। এর আগে ওইখান থেকে উদ্ধার করা হয়েছিল বিষ্ণু মূর্তি জেলেদের জাল এর সাথে। মঙ্গলকোটের খেড়ুয়া গ্রামের কাছে উদ্ধার করা হয় এই সূর্যদেবের মূর্তির। জটায় ধীবর নামে এক জেলের জল থেকে উঠে আসে এই সম্পূর্ণ সূর্যদেবের মূর্তি। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী মূর্তিটি একাদশ দ্বাদশ শতকের। উদ্ধার করা সূর্যদেবের মূর্তিটি পাথর নির্মিত যার দুই হাতে রয়েছে প্রস্ফুটিত দুটি পদ্ম। মূর্তিটিতে স্পষ্ট পাথর খোদাই সাতটি ঘোড়া দাঁড়া চলমান রথের উপর দাঁড়িয়ে আছেন সূর্যদেব। সূর্যদেবের নিচে আছে ঊষা এবং প্রত্যুষা। তারিপাশে তাদের পরিচারিকারা চন্ডী এবং পিঙ্গলা।
তবে একই জায়গা থেকে বারংবার আশ্চর্যজনকভাবে মূর্তি উঠে আসাটা অবাক করেছে সবাইকে। ইতিহাস গবেষক স্বপন ঠাকুর বলেন একই জায়গায় বিষ্ণুর পাশাপাশি সূর্যদেবেরও উপাসনা পূর্বে ছিল বলেই ধারণা করা যায়। পরবর্তীকালে কোন প্রাকৃতিক দুর্যোগ বা দাঙ্গার সম্মুখীন হয়ে এগুলোকে জলে ফেলে দেওয়া হয় তার ফলস্বরূপ পরপর দুটি মূর্তিই একই জায়গা থেকে উদ্ধার করা হয়। প্রাচীনকালের অনেক ঐতিহাসিক নিদর্শন থাকার পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট দুটি সতীপীঠও অবস্থিত। তো কিছু হওয়া সত্ত্বেও এলাকায় কোন খননকার্য হয়নি বলে দাবি গ্রামবাসীদের। প্রাচীন ইতিহাস জানার জন্য পুরাতত্ত্ববিদেরা খনন কাজ চালাতে বলেন গ্রামবাসীরা।