Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বঙ্গে শুরু স্বস্তির বৃষ্টি, সেই সাথে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জারি হলুদ সতর্কতা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangabd Digital Desk:

গত কয়েকদিন ধরে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে রোদের তেজ ছিল চরমে, যার ফলে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত গরমের ছুটি এগিয়ে নিয়ে আসাও হয়েছে। গতকাল অর্থাৎ ২শরা মে থেকে রাজ্যে শুরু হিয়েছে গরমের ছুটি, তবে ছুটির একদিন কাটতে না কাটতেই রাজ্যে শুরু স্বস্তির বৃষ্টি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সেই সাথে ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুলিতেও শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালে আইএমডি র পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোন রাজ্যেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই, শুধু তাই নয় এই রাজ্যের হিমালয় সংলগ্ন অঞ্চল এবং সিকিমেরবেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।
গত কয়েকদিনে তাপপ্রবাহের কারণে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল সকাল ১১টা থাকে বিকেল ৪টে পর্যন্ত কেউ যেন অকারণে বাড়ির বাইরে না বেরয়, সেই সাথে ঘোষণা করা হয়েছিল গরমের ছুটির, গত বেশ কিছু দিন ধরে পশ্চিমবঙ্গ সহ উত্তর পশ্চিম ভারতের সর্বত্র ভয়াল রুপ ধারণ করেছিলো সূর্যের তাপ, কিন্তু আপাতত তার থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। কেন্দ্রীয় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আপাতত ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। এ রাজ্যের পাশাপাশি অসম, মেঘালয়, মিজোরামে ভারী বৃষ্টির সাথে হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সাথে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, কাশ্মীর , হিমাচল প্রদেশের একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ প্রকৃতি রাজ্য আবহাওয়া
Related News