Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিচারপতিদের সম্মেলনের আগে মোদী এবং মমতার মুখোমুখি সাক্ষাৎকার

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

পূর্বনির্ধারিত না থাকলেও বিচারপতিদের সম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনের মাঝে চা পানের বিরতিতে তাদের মধ্যে প্রায় মিনিট ৩০ মতো কথা হয়। তারপর দিল্লির তৃণমূল কার্যালয়ে খবর আসে যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে দেখা করতে চান। দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাত্‍ রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করে বিরোধীদের একজোট হওয়ার জল্পনা উসকে দিয়েছে। প্রায় আধ ঘণ্টা ছিলেন কেজরি। সৌজন্যের ফুল বিনিময়ের পর একান্তে কথা হয়। যদিও আলোচনার বিষয় নিয়ে কেউ মুখ খোলেননি। যেহেতু রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধীদের একজোট হওয়ার প্রক্রিয়া চলছে, সেই প্রেক্ষিতে এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করে।
সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে। রাজ্যের বকেয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় দুই তরফেই।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার ঘোষনাতে খুশি মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। তবে মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাত্‍কার নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "পশ্চিমবঙ্গে ৭২ জন বিচারকের কাজ করার অপশন থাকলেও মাত্র উনচল্লিশ জনকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা ছ'মাস আগে ১৩ জনের তালিকা পাঠিয়েছিলাম। মাত্র একজনের অনুমতি পেয়েছি।"
প্রসঙ্গত, শুক্রবার দুপুরেই রাজধানীতে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দিল্লিতে পা দেওয়ার সঙ্গেই কি ২০২৪ সালের লোকসভা ভোটের মহড়া শুরু হতে চলেছে? এই নিয়ে রাজধানীর অলিন্দে জল্পনা তুঙ্গে। বিচারপতি সম্মেলনে রাজ্যগুলিতে বিচারপতির অভাবের কথা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News