#Pravati Sangbad Digital Desk:
ঐতিহাসিক জয় ভারতীয় সাঁতারু সায়নী দাসের৷ ভারতের তথা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল জয় করলেন তিনি। পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস শুক্রবার সকালেই এই অভিযান শেষ করেছেন। এর আগেই এই বঙ্গতনয়া ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল ও ক্যাটালিনা চ্যানেল জয়ের করেছেন। শুধু তাই নয় এই জয়ের সাথে সাথেই সায়নী গোটা এশিয়া মহাদেশের প্রথম সাঁতারু হিসাবে এই নজির তৈরী করলেন । গর্বিত গোটা জেলা তথা দেশ । প্রতিকূল আবহাওয়ার দরুন অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল । অবশেষে আবহাওয়া অনুকূল হতেই মালাকাই চ্যানেল জয় করে ফেললেন পূর্ব বর্ধমানের জলকন্যা। মালাকাই চ্যানেল জয়ের লক্ষ্য নিয়ে গত ২৯ শে মার্চ হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে।
তারপর একাধিকবার আবহাওয়া খারাপের দরুন থমকে যায় স্বপ্নের যাত্রা। আবহাওয়া বিরুপ থাকায় জলের ঢেউ ছিল মারাত্মক। অনুমতি মেলেনি সংশ্লিষ্ট দপ্তর থেকে। অবশেষে সব বাধা কাটিয়ে জলে নামেন সায়নী ২৭ শে এপ্রিল রাত ৯ টা নাগাদ।
তারপর থেকেই প্রহর গোনা শুরু। জল কাটিয়ে এগিয়েছে সায়নী প্রহর গুনেছে গোটা জেলা। অবশেষে শুক্রবার সকালে সেই জয়ের উচ্ছ্বাস। দীর্ঘ ২৬ মাইলের বেশী জলপথে সাঁতার কেটে অতিক্রম করলেন সায়নী দাস।
মালোকাই চ্যানেল জয়ের স্বপ্ন অনেক আগে থেকেই দেখছিলেন সায়নী, ২০২০ সালে এই মালোকাই চ্যানেল জয় করার পরিকল্পনা ছিল সায়নীর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই উদ্যোগ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। অবশেষে এবছর মালোকাই চ্যানেল সংস্থার পক্ষ থেকে আসে সবুজ সংকেত। এ বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এই অভিযানে নামার সম্মতি দেয় মালোকাই চ্যানেল সংস্থা। আর সেই সম্মতি মিলতেই গত ২৭ মার্চ বাবা রাধেশ্যাম দাস ও মা রুপালি দাসকে সঙ্গে নিয়ে সায়নী মালোকাই জয়ের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন ২৮ মার্চ সোমবার কলকাতা থেকে বিমান ধরে দিল্লি যান। সেখান থেকে জাপান হয়ে আমেরিকায় পৌঁছন তাঁরা।সায়নী জানিয়েছেন, বরাবরই মোলোকাই চ্যানেল জয় করার লক্ষ্য ছিল তাঁর। অবশেষে সেই কৃতিত্ব তিনি অর্জন করেছেন। একই সঙ্গে সায়নী জানান, এই জয় তিনি উত্সর্গ করেছেন দেশের সকল ক্রীড়াপ্রেমী মহিলাদের।