Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শাহরুখ–বিগবি–হীন ২৭তম চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবনির্বাচিত তৃণমূল এমপি এবং বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে ২৫শে এপ্রিল  কলকাতার নজরুল মঞ্চে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব শুরু হয়েছে। টলিউডের এক ঝাঁক তারকাদের সঙ্গে নিয়ে শুরু হল সপ্তাহ ব‍্যাপী সিনেমার উদযাপন।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন 'বিহারীবাবু' মানে তৃণমূলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা।এই অনুষ্ঠানে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিত্‍ রায়ের চলচ্চিত্র অরণ্যের দিন রাত্রি। এছাড়া পথের পাঁচালী, নায়ক, পরশ পাথর, সোনার কেল্লা সহ প্রবাদপ্রতিম পরিচালককে নিয়ে শ‍্যাম বেনেগালের তৈরি একটি তথ‍্যচিত্রও দেখানো হবে। এবারে প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, অভিনেতা দিলীপ কুমার, স্বাতীলেখা সেনগুপ্ত, সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়, বাপি লাহিড়ী, সুমিত্রা ভাবে, জাঁ পল বেলমন্দো, জাঁ ক্লদ ক‍্যারিয়ের এবং অভিষেক চট্টোপাধ‍্যায়কে শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্র উত্‍সবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ থেকে তিনি বলেন, দেশ বিদেশের চলচ্চিত্র মহলের সাথে একসাথে বাংলা চলচ্চিত্রকে আরও উন্নত স্তরে নিয়ে ‌যাওয়ার কথা তিনি বলেন। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্দীপ রায়, গৌতম ঘোষ সহ টলিউডের একঝাঁক তারকা থাকলেও উপস্থিত ছিলেন না বিগ-বি এবং শাহরুখ খান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। সত্যজিত্‍ রায়ের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গুপী-বাঘা হয়ে স্টেজে দেখা যায় সাহেব চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসুকে। এদিন উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে এসে শত্রুঘ্ন সিনহার কথায় উঠে এলো বাংলা ছবির তিন কিংবদন্তি পরিচালক সত্যজিত্‍ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের কথা। পাশাপাশি এই মঞ্চ থেকেই আসানসোল এর মানুষকে ধন্যবাদ জানান সদ্য জিতে আসা সাংসদ। প্রসঙ্গত, ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশ-বিদেশের নানা বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। ভিন্ন ভাষার মোট ১৬০টি ছবি দেখানো হবে। পাশাপাশি সত্যজিত্‍ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বহু ছবিকেই দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News