Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কলকাতায় প্রথমবার কিডনি প্রতিস্থাপন করলো "দ্যা ভিঞ্চি" রোবট

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

চিকিৎসায় ফের নজির গড়লো কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের চার ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ , ডা. সুরিন্দর সিং ভাটিয়া, ডা. বিনয় মহিন্দ্রা এবং ডা. ত্রিদিবেশ মণ্ডল মূলত এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসে। ২৫ বছরের সোমনাথ গুছাইত (নাম পরিবর্তিত) ভুগছিলেন কিডনির অসুখে। গত ১৯ এপ্রিল তাঁর দেহে সফলভাবে কিডনি বসিয়েছে যন্ত্রমানব 'দ্য ভিঞ্চি'। রোবটের হাতে অস্ত্রোপচার হবে শুনে প্রথমে ভয় পেয়েছিলেন সোমনাথের পরিবার। তবে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হওয়ায় নিশ্চিন্ত হন তাঁরা। এখন তাঁরা বলছেন, "এক দ্রুত সেরে উঠবে ভাবতেও পারিনি।" চিকিৎসকরা  জানিয়েছেন, খুব শীঘ্রই সরকারি স্তরেও রোবটিক কিডনি প্রতিস্থাপন শুরু হবে।
জানা গিয়েছে , গত ছ'মাসে 'দ্য ভিঞ্চি'র হাত ধরে মোট ৪ জনের শরীরে কিডনি প্রতিস্থাপিত হয়েছে। চিকিত্‍সকদের মতে রোবটের সাহায্যে অস্ত্রপ্রচার অনেক সরলভাবে হয়ে থাকে, সময়ও কম লাগে। ডা. অমিত ঘোষ জানিয়েছেন, যাঁর শরীরে কিডনি বসে তার তলপেটে প্রায় ১০ ইঞ্চি পেল্লায় ফুটো করতে হতো। কিন্তু রোবটের দৌলতে মাত্র দেড় ইঞ্চি ফুটোতেই কাজ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের কথা অনুযায়ী, রোবটের কাজ এতোটাই নিপুণ যে কিডনি প্রতিস্থাপনে জটিলতা অনেক কম হয়, রক্তক্ষরণও হয় খুব কম। শুধু তাই নয়, রোগী সুস্থও হচ্ছেন অনেক দ্রুত। নতুন এই রোবটের দু'টি হাতের একটিতে রয়েছে উচ্চ মেগাপিক্সেলের 3D ক্যামেরা, যা ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে পেটে ঢুকে যায়।

স্ক্রিনে রোগীর পেটের ভেতরের ঝকঝকে ছবি দেখতে পান চিকিৎসক। রোবটের অন্য হাত অস্ত্রোপচার করে। সাধারণ কিডনি অস্ত্রোপচারের তুলনায় রোবট প্রতিস্থাপনে খরচ লাখ দু'য়েক বেশি। এই মুহূর্তে আমেরিকা থেকে আমদানি করা হয়েছে রোবটগুলি। সূত্রের খবর, শহরের আরও চার বেসরকারি হাসপাতাল-অ্যাপোলো, নারায়না, মেডিকা, টাটা ক্যান্সার হাসপাতালে এই মেশিন রয়েছে। ২০২২ সালের শেষেই হয়তো এমন রোবট তৈরি করে ফেলবে দেশীয় সংস্থা। বর্তমানে এই মেশিনের দাম পড়ে ২০ কোটি টাকা, তবে আরও বেশ কিছু কোম্পানি আরও কম দামে এই মেশিন নিয়ে আসছে। অ্যাপোলো হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদিবেশ মণ্ডল জানান, "খুব দ্রুত এই রোবোটিক অপারেশন জনপ্রিয় হয়ে উঠবে। এতদিন এই রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে আটশোর ওপর কিডনিদাতাদের অস্ত্রোপচার খুব সফলভাবে করেছি। এখন কিডনি গ্রহীতাদের অস্ত্রোপচারও খুব ভালোভাবে শুরু হয়েছে। "

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি বিজ্ঞান স্বাস্থ্য
Related News