#pravati sangbad Digital desk:
বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে শহরের আকাশে মেঘের ঘনঘটা। তাহলে কি এবারে বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গে? যদিও এর আগে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা জারি করেছিল আবহাওয়া দপ্তর। তবে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিললেও কলকাতায় মেলেনি বৃষ্টির দেখা। যদিও আজ কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার। এ পরিস্থিতিতে স্বস্তি পেতে একমাত্র ভরসা বৃষ্টি ।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই বৃষ্টি নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ,হুগলি ,পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ,মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানায়, আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সারাদিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৮৫ শতাংশ, ন্যূনতম ৫৪ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কিছুটা কম হবে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রগর্ভ মেঘের জন্য বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দেখা পাওয়া যায়নি। মেঘ জমতে শুরু করলেও কোথাও তেমন বৃষ্টি হয়নি। সন্ধ্যার পরে ফের ভ্যাপসা গরম বাড়তে থাকে দক্ষিণবঙ্গে।