#Pravati Sangbad Digital Desk:
তার রেকর্ডের কপিবুকে আছণ্ণ গোটা বিশ্ব। তবে ২০১৯ সালে ইডেনের মাটিতে ভারতের প্রথম পিঙ্ক টেস্টে বাংলাদেশের বিপক্ষে শেষ বার আন্তর্জাতিক শতরান করেছিলেন বিরাট। নিজের শেষ আটটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। এমন আবহে তিন ফর্ম্যাটেই আর ভারতের অধিনায়ক নন, শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলবেন বিরাট। বিরাট কোহলি যদি ফর্মে ফিরতে চান তাহলে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, আপাতত দু’-তিন মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত কোহলির। আর তা করতে পারলে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন ২২ গজে। শাস্ত্রী বলেছেন, "আমি সোজা কথা বলতে ভালবাসি। আমার মতে বিরাট এই মুহূর্তে মানসিক ভাবে বিধ্বস্ত। এই মুহূর্তে কাউকে যদি বিশ্রাম নিতে হয়, তাহলে সেই ব্যক্তি হল বিরাট। অন্তত দুই থেকে আড়াই মাস ওর বিশ্রাম নেওয়া উচিত। সেটা ইংল্যান্ড সফরের আগেও হতে পারে। কিংবা ইংল্যান্ড থেকে ফিরে এসেও বিশ্রাম নিতে পারে বিরাট। কারণ আমার মতে বিরাটের মধ্যে এখনও ছয়-সাত বছরের ক্রিকেট বাকি আছে। তাই স্বমহিমায় ফেরার জন্য ওর বিশ্রাম নেওয়া উচিত।"
তিনি বলেছেন, ওর একটা বিশ্রাম প্রয়োজন কারণ ওর মধ্যে এখনও ৬-৭ বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে এবং আপনি চাইবেন না সেটা হারাতে। ও একা নয়, বিশ্ব ক্রিকেট আরও এক বা দুই জন এমন রয়েছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্যাটাকে আগে আপনাকে চিহ্নিত করতে হবে।
শাস্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত রেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও বিরাটকে উপদেশ দিয়েছেন ক্রিকেট থেকে দূরে থাকতে এবং বিশ্রামে থাকতে। পাশাপাশি তিনি জানিয়েছে বিরাটের উচিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেওয়া। ভারতীয় বোর্ডের তরফে বিরাটকে বুঝিয়ে দেওয়া উচিত তুমি আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু আপাতত মাস দুয়েক বিশ্রামে যাও। তারপর নিজের সেরা ছন্দে ফিরবেন কিং কোহলি নিশ্চিত রবি থেকে কেপি।