Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

এবার সাতপাকে বাধা পড়লেন কে এল রাহুল

banner

journalist Name : Avijit Das

#pravati sangbad Digital desk:

ক্রিকেটার কেএল রাহুল এবং আথিয়া শেট্টি তাঁদের সম্পর্কের জন্য সবসময়ই শিরোনামে থাকেন। চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে পারেন এই জুটি। আথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুল গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় সফর শুরু করেন আথিয়া। তবে বাবার মতো সাফল্যের মুখ দেখেননি। যদিও কে এল রাহুলের সঙ্গে সম্পর্কের জেরে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। আথিয়ার পরিবারের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে রাহুলের। তাঁর সাফল্যে একাধিকবার সুনীল শেট্টিকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়। চলতি আইপিএল-এ কে এল রাহুলের দল লখনউ সুপার জায়ান্টের  খেলা দেখতেও এসেছিলেন সুনীল শেট্টি ও তাঁর কন্যা। কমন ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়েছিল কেএল রাহুল ও আথিয়া শেঠির। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে ক্রমে। এর পর আথিয়া শেঠি এবং কেএল রাহুল তাদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছা জানান। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে তার পর থেকেই। গত বছর ইংল্যান্ড সিরিজের আগে কেএল রাহুল বোর্ডের কাছে আথিয়া শেট্টির নাম সফরসঙ্গী হিসেবে দিয়েছিলেন। সেই সময়ও সুনীল শেট্টি দুজনের সম্পর্কের কথা প্রকাশ করেননি।

তবে দুজনের সম্পর্ক নিয়ে দুই পরিবারের সম্মতি রয়েছে। সুত্রের খবর, চলতি বছরের শেষেই নাকি বিয়ে সারবেন দু'জন। ম্যাঙ্গালুরুর বাসিন্দা সুনীল শেট্টির পরিবার। কে এল রাহুলের পরিবারেরও সেখানেই বাড়ি। তাতেই মনে করা হচ্ছে, দক্ষিণ ভারতীয় প্রথায় বিয়ে হতে চলেছে। দুই পরিবার নাকি বিয়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন ব্যক্তিত্ব খেলা
Related News