#Pravati Sangbad Digital Desk:
টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। দুই দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী প্রথম ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে তিনি হবেন দেশের তৃতীয় রাষ্ট্রপতি যিনি দ্বিতীয়বারের মতো এই পদে আসীন হবেন। তার আগে, মাত্র দুইজন ফরাসি প্রেসিডেন্ট টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পেরেছিলেন। ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর আইফেল টাওয়ার গ্রাউন্ডে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানান।
রবিবার প্রেসিডেন্ট পদের নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ ভোট। উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০১৭ সালের নির্বাচনে লি পেনকে হারিয়ে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বসেছিলেন ম্যাক্রোঁ। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন মোট ১২ জন প্রার্থী। তার মধ্যে ম্যাক্রোঁ পেয়েছিলেন ২৯ শতাংশ ভোট আর লি পেন পেয়েছিলেন ২৪ শতাংশ ভোট।
দুজনেই দ্বিতীয় দফার ভোটে লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছিলেন। প্রথম দফার ভোটের ফলাফল দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা ধরে নিয়েছিলেন, ম্যাক্রোঁ ও পেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাতেই স্পষ্ট হয়ে যায়, আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে ম্যাক্রোঁকেই বেছে নিয়েছেন ফরাসি জনগণ। ভোটের চূড়ান্ত ফলাফলের পরেই উত্সবে মেতে ওঠেন ম্যাক্রোঁর সমর্থকরা। ইম্যানুয়েল ম্যাক্রোঁর এই জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, 'আবারও নির্বাচিত হওয়ার জন্য ইম্যানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানাই। আমি ভারত ফান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি। '