#Pravati Sangbad Digital Desk:
দিদিকে বলো'-র দ্বিতীয় দফার কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামী ৫মে থেকে তিন ধাপে এই কর্মসূচি রূপায়িত হবে। ২০১৯ সালে প্রথম সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য "দিদিকে বলো" কর্মসূচি শুরু হয়। তবে প্রথম পর্যায়ের 'দিদিকে বলো'-র সঙ্গে এ বারের কর্মসূচির ক্ষেত্রে পার্থক্য থাকছে পরিচালনা পদ্ধতিতে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফল আশানুরূপ না হওয়ায় তৃণমূল প্রশান্তকে তাদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে। পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করে প্রথমেই 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেন প্রশান্ত। সে বার কর্মসূচি পরিচালনার যাবতীয় দায়িত্ব ছিল তাঁর সংস্থা আইপ্যাকের হাতে।
কিন্তু এ বার পরামর্শদাতা প্রশান্ত হলেও, তা পরিচালনার দায়িত্ব থাকছেন তৃণমূল নেতারাই। অন্য দিকে আগামী ৩মে অক্ষয় তৃতীয়ার দিন কলকাতার ইএম বাইপাসে তৃণমূলের অস্থায়ী দফতরের উদ্বোধন হবে বলেই তৃণমূল সূত্রে খবর। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রবিবার দলের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই কর্মসূচি শুরুর ব্যাপারে মিলেছে সবুজ সংকেত। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ‘দিদি কে বলো’ হেল্পলাইনের মাধ্যমে যারা রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তাদের পরিচয় প্রকাশ করা হবে না এবং আগের বারের মতই এবারেও একটি নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষেরা।